রংপুর প্রতিনিধি:
শেখ হাসিনাকে জুলাই-আগস্টের হত্যাকাণ্ডের মাস্টারমাইন্ড উল্লেখ করে সাবেক প্রধানমন্ত্রী ও তার দোসরদের বিচার না হওয়া পর্যন্ত আওয়ামী লীগকে বাংলাদেশের এক ইঞ্চি মাটি ও ছেড়ে দেবে না বলেছে ছাত্র শিবিরের রংপুর শাখা। শুক্রবার (৩১ জানুয়ারি) রংপুর নগরীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে ইসলামী ছাত্র শিবিরের নেতাকর্মীরা এ ঘোষণা দেন।
শুক্রবার বিকালে রংপুর নগরীর কাছারী বাজার মডেল মসজিদ এলাকা থেকে বিক্ষোভ মিছিল বের করে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। মিছিলে হাজার হাজার শিবির নেতাকর্মী জাতীয় পতাকা হাতে যোগ দেন। মিছিল শেষে শাপলা চত্বরে সমাবেশ করে। সেখানে বক্তব্য দেন মহানগর শিবির সভাপতি নুরুল হুদা ও সেক্রেটারি আনিসুর রহমান। মহানগর শিবির সভাপতি বলেন, ‘একাত্তরের মহান মুক্তিযুদ্ধ ও চব্বিশের গণঅভ্যুত্থান বাংলাদেশ বিনির্মাণের মূল কেন্দ্রবিন্দু। এ দুটিকে অহেতুক বিতর্কে জড়িয়ে যারা ফায়দা হাসিলের চেষ্টা করছে- তাদেরকে বাংলার মানুষ মেনে নেবে না।’ দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণাও দেন তিনি।
সেই সঙ্গে শিবিরের প্রত্যেক নেতাকর্মীকে নৈতিকতার মানদণ্ডে উন্নীত হয়ে ছাত্র সমাজের সমস্যা সমাধান এবং নিজের ক্যারিয়ার গঠনের আহ্বান জানানো হয়।