Monday, March 31, 2025
Homeদিনাজপুরবাংলাহিলি বণিক সমিতির উদ্যোগে পথচারীর মাঝে ইফতার বিতরণ

বাংলাহিলি বণিক সমিতির উদ্যোগে পথচারীর মাঝে ইফতার বিতরণ

- Advertisement -

spot_imgspot_imgspot_imgspot_img

গোলাম মোস্তাফিজার রহমান মিলন, হিলি (দিনাজপুর) প্রতিনিধিঃ
দিনাজপুরের হাকিমপুর উপজেলার বাংলাহিলি বাজারে পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে প্রায় ১ হাজার পথচারীদের মাঝে ইফতারের প্যাকেট বিতরণ করা হয়েছে। রমজান মাসে ইফতারের প্যাকেট পেয়ে খুশি পথচারীরা।
শনিবার (২২ মার্চ) ২১ মাহে রমজান বিকেলে বাংলাহিলি বাজারের গোডাউন মোড়ে বাংলাহিলি খাসমহল হাট ও বাজার ব্যবসায়ী সমিতির উদ্যোগে এই ইফতার বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি মোঃ ফেরদৌস রহমান, উপজেলা জামায়াতের আমীর মোঃ আমিনুল ইসলাম।
ইফতারের প্যাকেট পেয়ে খুশি পথচারী জামাল হোসেন বলেন, আমি অটোরিকশা চালায় হিলি বাজারের গোডাউন মোড়ে এসে দেখলাম ইফতারের প্যাকেট বিতরণ করছে। আমি ও নিলাম রোজা আছি রাস্তায় কোথাও ইফতার করবো। এমন কাজের জন্য আমি খুব খুশি। দোয়া করি আল্লাহ যেন তাদের ভালো করে!

বাংলাহিলি খাসমহল হাট ও বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মোঃ আরমান আলী বলেন, বিগত দিনে এমন আয়োজন ছিলো না।আমরা এবারে প্রথম প্রায় ১০০০ এক হাজার পথচারীদের মাঝে ইফতার প্যাকেট বিতরণ করলাম। আগামী দিনে যেন আরও বড় পরিসরে ইফতারের প্যাকেট বিতরণ করতে পারি। সে জন্য সবার দোয়া চাই।

Facebook Comments Box
spot_img
এ বিভাগের আরও খবর
- Advertisment -spot_img

সর্বাধিক পঠিত খবর