গোলাম মোস্তাফিজার রহমান মিলন,হিলি (দিনাজপুর) প্রতিনিধি:
দিনাজপুরের হাকিমপুর হিলিতে ঐতিহ্যবাহী বাংলাহিলি পাবলিক ক্লাব ও লাইব্রেরি এবং যুব সংঘের সাধারণ অধিবেশনে নতুন কমিটি গঠন করা হয়েছে।
মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) রাত নয়টায় বাংলাহিলি বাজারস্থ পাবলিক ক্লাব ও লাইব্রেরি এবং যুব সংঘের নিজস্ব কার্যালয়ে এই সাধারণ অধিবেশন অনুষ্ঠিত হয়।
বাংলাহিলি পাবলিক ক্লাব ও লাইব্রেরি এবং যুব সংঘের আহ্বায়ক মোঃ ফেরদৌস রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন সদস্য সচিব আরমান আলী প্রধান।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, হাকিমপুর হিলি পৌর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মোঃ ফরিদ খান, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক এস এম রেজা বিপুল সহ আরও অনেকে।
আলোচনা সভা শেষে, উপস্থিত সকল সদস্যদের সম্মতি ক্রমে পূর্বের আহ্বায়ক কমিটি বিলুপ্তি ঘোষণা করা হয়।
দ্বিতীয় পর্বে সকল সদস্যের সম্মতি ক্রমে ৩ বছরের নতুন কমিটিতে সভাপতি পদে মোঃ মুরাদ ইমাম কবির, (যমুনা টেলিভিশনের হিলি প্রতিনিধি) সাধারণ সম্পাদক মোঃ আরমান আলী প্রধান কে নির্বাচিত করা হয়।
কমিটির অন্যান্য সদস্যরা সহ-সভাপতি মোঃ আসলাম আলী, সহ সাধারণ সম্পাদক মোঃ রিপন হোসেন বিপ্লব, সাংগঠনিক সম্পাদক মোঃ আব্দুল খালেক, কোশাধ্যক্ষ মোঃ ফেরদৌস রহমান, আন্তঃ ক্রীড়া বিষয়ক সম্পাদক আরমান আলী, দপ্তর সম্পাদক ইব্রাহিম হোসেন, প্রচার ও প্রকাশনা সম্পাদক মিঠু মিয়া সহ ১৭ সদস্যের কমিটি তৈরি করা হয়।
নবনির্বাচিত কমিটির সাধারণ সম্পাদক আরমান আলী প্রধান বলেন, বাংলাহিলি পাবলিক ক্লাব ও লাইব্রেরি এবং যুব সংঘ হিলির ঐতিহ্যবাহী সংগঠন। হিলি বাজারের অধিকাংশ ব্যবসায়ী এই সংগঠনের সদস্য। তাদের বিভিন্ন সুযোগ সুবিধা এবং ক্লাবের উন্নয়নে সকলের সাথে পরামর্শ করে কাজ করবো ইনশাআল্লাহ!