Home পঞ্চগড় বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে নেপালে গেল আরও ২৭৩ টন আলু

বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে নেপালে গেল আরও ২৭৩ টন আলু

বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে নেপালে গেল আরও ২৭৩ টন আলু

গৌরব কুমার দাস, পঞ্চগড় প্রতিনিধি:

ভারত সরকার ট্রান্সশিপমেন্ট সুবিধা প্রত্যাহার করলেও উত্তরের চারদেশীয় বাংলাবান্ধা স্থলবন্দরে আমদানি-রপ্তানি কার্যক্রম স্বাভাবিক রয়েছে। ১৭ এপ্রিল বৃহস্পতিবার পঞ্চগড়ের বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে ২৭৩ মেট্রিক টন আলু নেপালে রপ্তানি হয়েছে বলে জানিয়েছেন কর্তৃপক্ষ। এ তথ্য নিশ্চিত করেছেন, বাংলাবান্দা স্থলবন্দরের উদ্ভিদ সঙ্গনিরোধ কেন্দ্রের কোয়ারেন্টিন ইন্সপেক্টর উজ্জ্বল হোসেন।

তিনি বলেন আজকের চালানসহ চলতি মৌসুমীর মোট ৪৪৯৪ মেট্রিক টন আলু রপ্তানি হয়েছে নেপালে। এর মধ্যে গত সপ্তাহেই (১০ এপ্রিল) বন্দরটি দিয়ে ১৪৭ মেট্রিক টন আলু পাঠানো হয়েছিল এবং ১৭ এপ্রিল ২৭৩ মেট্রিকটন আলু আজ রপ্তানি করা হলো।

থিংকস টু সাপ্লাই, হোসেন এন্টারপ্রাইজ, স্বাধীন এন্টারপ্রাইজ ও ক্রসেস এগ্রোসহ কয়েকটি রপ্তানি কারক প্রতিষ্ঠান এসব আলু রপ্তানি করছে বলে তিনি জানান।

মূলত উত্তরের পঞ্চগড়, ঠাকুরগাঁও, দিনাজপুর ও রংপুর জেলার কৃষকদের কাছ থেকে নিয়মিত আলু সংগ্রহ করে নেপালে পাঠানো হয়েছে বলে তিনি জানান।
নিয়মিত এভাবে আলু রপ্তানি কার্যক্রম সচল থাকলে একদিকে যেমন দেশের কৃষক ন্যায্য মূল্য পাবেন, অন্যদিকে বৈদেশিক মুদ্রা অর্জনের মাধ্যমে অর্থনীতিতে ইতিবাচক প্রভাব পড়বে বলে সাংবাদিকদের জানিয়েছেন সংশ্লিষ্টরা।

বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে বর্তমানে আলুর পাশাপাশি বাংলাদেশ থেকে নেপাল ও ভারতে পাট, ঔষধ, ওশালটন এর ইলেকট্রিক পণ্য, প্রাণ কোম্পানির খাদ্যপণ্য জুস, ব্যাটারি ইত্যাদি রপ্তানি হচ্ছে। অন্যদিকে ভারত থেকে আমদানি করা হচ্ছে মসুর ডাল, গম, ভুট্টা, চিরতা, হাজমোলা, যন্ত্রপাতি, রেললাইনের স্লিপার, খৈল, প্লাস্টিক দানা, আদা ও চিটাগুড়।

Facebook Comments Box

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here