ইকবাল বাহার, পঞ্চগড় প্রতিনিধিঃ
পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার বাংলাবান্ধা জিরো পয়েন্টে নির্মাণ হচ্ছে দেশের সবচেয়ে উচ্চতার ফ্ল্যাগ স্ট্যান্ড। যেখানে ২৪ ঘন্টায় উড়বে বাংলাদেশের লাল-সবুজ পতাকা।
শনিবার (১৯ এপ্রিল) দুপুরে এই ফ্ল্যাগ স্ট্যান্ডের ভিত্তিপ্রস্তর স্থাপন কাজের শুভ উদ্বোধন করেন জেলা প্রশাসক সাবেত আলী।
এসময় উপস্থিত ছিলেন, তেঁতুলিয়া উপজেলা বিএনপির সদস্য সচিব রেজাউল করিম শাহীন, জেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা ইকবাল হোসাইন, ইসলামী আন্দোলন বাংলাদেশের সহ-সভাপতি ক্বারি আব্দুল্লাহ, তেতুলিয়া উপজেলা ছাত্রদলের আহ্বায়ক নুরুজ্জামান দুলাল, সদস্য সচিব সবুজ প্রমুখ।
জেলা প্রশাসক সাবেত আলী বলেন, বাংলাবান্ধা জিরো পয়েন্টে বাংলাদেশের অপর প্রান্তে ২৪ ঘণ্টা ভারতীয় পতাকা উড়তে দেখি। পঞ্চগড়ের মানুষের দাবি ছিল, বাংলাবান্ধা সীমান্তে ভারতের চেয়েও উঁচু একটি ফ্ল্যাগ স্ট্যান্ড করা। যেখানে উড়বে আমাদের প্রাণের পতাকা। বাংলাদেশের জাতীয় পতাকা আকাশে উড়বে। ফ্ল্যাগ স্ট্যান্ডটি বাস্তবায়ন হলে পঞ্চগড়ের মানুষের একটি দাবি পূরণ হবে। ফ্ল্যাগ স্ট্যান্ডটির উচ্চতা হবে প্রায় ১৪০ ফুট। যা দেশের সবচেয়ে উচু ফ্ল্যাগ স্ট্যান্ড। এ স্ট্যান্ড প্রযুক্তির সহযোগীতায় ২৪ ঘন্টায় উড়বে পতাকাটি। আশা করছি আগামী ২০ দিনের মধ্য এর কাজ সম্পন্ন হবে।