রংপুর নিউজঃ বাংলাদেশ চা বোর্ডের নতুন চেয়ারম্যান হয়েছেন সেনাবাহিনীর পদাতিক ও যুদ্ধকৌশল বিদ্যাপীঠ বা এসআইএনটির কমান্ড্যান্ট ও কক্সবাজারের রামুস্থ সেনাবাহিনীর ১০ পদাতিক ডিভিশনের জিওসি সেনা কর্মকর্তা মেজর জেনারেল শেখ মোঃ সরওয়ার হোসেন, এসইউপি, এনডিসি, পিএসসি। ১৫ অক্টোবর ২০২৪ জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রেষণ -১ অধিশাখা এর রাষ্ট্রপতির আদেশক্রমে সিনিয়র সহকারী সচিব মোহাম্মদ মামুন শিবলী সাক্ষরিত প্রজ্ঞাপনে এ আদেশ জারি করা হয়। বাংলাদেশ চা বোর্ডের নতুন চেয়ারম্যান পদে নিয়োগ দিয়ে তার চাকরি বাণিজ্য মন্ত্রণালয়ের ন্যস্ত করা হয়েছে।
এছাড়া ১১ জুলাই ২০২১ সাল হতে সেনা কর্মকর্তা মেজর জেনারেল মোঃ আশরাফুল ইসলাম – এনডিসি, পিএসসি সততা, বুদ্ধিমত্তা ,নিষ্ঠা ও পরিশ্রমের সাথে বাংলাদেশ চা বোর্ডের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। অপর একটি আদেশে রাষ্ট্রপতির আদেশক্রমে মোহাম্মদ মামুন শিবলী সাক্ষরিত একটি প্রজ্ঞাপনে মেজর জেনারেল মোঃ আশরাফুল ইসলাম -এনডিসি, পিএসসি মহোদয়কে বাংলাদেশ সেনাবাহিনীর ( সশস্ত্র বাহিনী) বিভাগে ন্যস্ত করা হয়।