Saturday, April 19, 2025
Homeখেলাধুলাবাংলাদেশের বিপক্ষে জিম্বাবুয়ে দলে ফিরেছেন উইলিয়ামস, আরভিন

বাংলাদেশের বিপক্ষে জিম্বাবুয়ে দলে ফিরেছেন উইলিয়ামস, আরভিন

- Advertisement -

spot_imgspot_imgspot_imgspot_img

রংপুর নিউজ ডেস্কঃ
বাংলাদেশে দুই টেস্টের সিরিজ খেলতে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে জিম্বাবুয়ে।

পিঠের ইনজুরি সারিয়ে দলটিতে ফিরেছেন অভিজ্ঞ অলরাউন্ডার শন উইলিয়ামস। দলটির নেতৃত্বে ফিরেছেন অভিজ্ঞ আরভিনও। এই বছরের শুরুতে আয়ারল্যান্ড টেস্ট থেকে দেরিতে নিজের নাম প্রত্যাহার করে নিয়েছিলেন তিনি। সর্বশেষ শেষ টেস্ট মিস করেছেন উইলিয়ামসও।

আয়ারল্যান্ড সিরিজে আরভিনের বদলে শেষ মুহূর্তে ডাক পাওয়া ওয়েসলি মাধেভেরে বাংলাদেশ সিরিজে নিজের স্থান ধরে রেখেছেন।

ফেব্রুয়ারিতে হওয়া আয়ারল্যান্ড টেস্ট থেকে তিনটি পরিবর্তন এনেছে জিম্বাবুয়ে। উইকেটকিপার ব্যাটার জয়লর্ড গাম্বির জায়গায় দুই বছর পর জাতীয় দলে এসেছেন তাফাদজওয়া সিগা। নিউম্যান নিয়ামুরির জায়গায় ফিরেছেন বামহাতি স্পিনার ওয়েলিংটন মাসাকাদজা। তিনিও সর্বশেষ টেস্ট খেলেছেন ২০২৩ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে।

ফেব্রুয়ারিতে প্রথম জিম্বাবুয়ে পেসার হিসেবে এক ইনিংসে ৭ উইকেট নেওয়ার কীর্তি গড়া ফাস্ট বোলার ব্লেসিং মুজারাবানি বোলিং আক্রমণে নেতৃত্ব দেবেন। তার সঙ্গে থাকবেন রিচার্ড এনগারাভা। দলে অভিষেক না হওয়া একমাত্র খেলোয়াড়টি হলেন লেগ স্পিনার ভিনসেন্ট মাসেকেসা।

২০২০ সালের ফেব্রুয়ারির পর বাংলাদেশে টেস্ট খেলতে আসা জিম্বাবুয়ের প্রথম ম্যাচটি ২০ এপ্রিল সিলেটে শুরু হবে। তার পর চট্টগ্রামে দ্বিতীয় ও শেষ টেস্ট শুরু ২৮ এপ্রিল।

সর্বশেষ একমাত্র টেস্টটিতে স্বাগতিক বাংলাদেশের কাছে এক ইনিংস ও ১০৬ রানে হেরেছে জিম্বাবুয়ে।

জিম্বাবুয়ে স্কোয়াড: ক্রেইগ আরভিন (অধিনায়ক), ব্রায়ন বেনেট, জনাথন ক্যাম্পবেল, বেন কারান, ট্রেভর গুয়ান্ডো, ওয়েসলি মাধেভেরে, ওয়েলিংটন মাসাকাদজা, ভিনসেন্ট মাসেকেসা, নিয়াশা মায়াভো, ব্লেসিং মুজারাবানি, রিচার্ড এনগারাভা, ভিক্টর নিয়াউচি, তাফাদজওয়া সিগা, নিকোলাস ওয়েলচ ও শন উইলয়ামস।

Facebook Comments Box
spot_img
এ বিভাগের আরও খবর
- Advertisment -spot_img

সর্বাধিক পঠিত খবর