Saturday, March 15, 2025
Homeরংপুরবর্ণিল উৎসবে বিদায়-বরণ অনুষ্ঠিত রমেক টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট সমন্বয়ক পরিষদের

বর্ণিল উৎসবে বিদায়-বরণ অনুষ্ঠিত রমেক টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট সমন্বয়ক পরিষদের

- Advertisement -

spot_imgspot_imgspot_imgspot_img
নিজস্ব প্রতিবেদকঃ
বৃহস্পতিবার দুপুরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের কনফারেন্স রুমে “মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট সমন্বয়ক পরিষদ” এর উদ্যোগে হাসপাতালে কর্মরত মেডিকেল টেকনোলজি ও ফার্মাসিস্ট গনের অবসর ও বদলিজনিত কারণে বিদায় ও বরণ অনুষ্ঠিত হয়েছে একই দিনে। হাসপাতালের হলরুমে ব্যতিক্রমী এই প্রাণবন্ত অনুষ্ঠানটির আয়োজন করেন,রংপুর মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট সমন্বয় পরিষদ।সংগঠনটির সভাপতি ফার্মাসিস্ট আলহ্বাজ মোঃ আব্দুর রহমানের সভাপতিত্বে,প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আশিকুর রহমান এম পি এইচ। সাধারণ সম্পাদক আলী আজম লিটনের সঞ্চালনায় অনুষ্ঠানটি প্রাণবন্ত করতে বক্তব্য রাখেন,ফার্মাসিস্ট মিজানুর রহমান ও শহিদুল ইসলাম লিখন।অনুষ্ঠানটিতে নবাগত দায়িত্বপ্রাপ্ত ১৪ জন ও অবসর গ্রহণ করেন ০২ জন। নবাগত দায়িত্বপ্রাপ্ত ও অবসর গ্রহণের মধ্যে শুভেচ্ছা বিনিময় ও সম্মাননা স্মারক বিতরণ করা হয়।এছাড়া নবাগত দায়িত্বপ্রাপ্তদের মধ্যে কর্তব্য নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানায়,রমেক পরিচালকসহ অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি ও সুধীজনেরা। উক্ত অনুষ্ঠানে অত্র হাসপাতালে কর্মরত সকল মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট গণ ১০০% অংশগ্রহণ করেন।
Facebook Comments Box
spot_img
এ বিভাগের আরও খবর
- Advertisment -spot_img

সর্বাধিক পঠিত খবর