বন্যায় ক্ষতিগ্রস্তদের সহযোগিতার জন্য প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে একদিনের বেতন প্রদান করার সিদ্ধান্ত নিয়েছেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) কর্মকর্তারা।
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের অফিসার্স অ্যাসোসিয়েশন উদ্যোগে আজ রোববার (২৫ আগস্ট) সাধারণ সম্পাদক তাপস কুমার গোস্বামীর সঞ্চালনায় এবং গোলাম ফিরোজের সভাপতিত্বে এই সিদ্ধান্ত নিয়েছেন সংগঠনটির কর্মকতারা।
এ বিষয়ে সংগঠনটির সভাপতি গোলাম ফিরোজ ও সাধারণ সম্পাদক তাপস কুমার গোস্বামী বলেন, দেশের দুর্যোগময় পরিস্থিতিতে বন্যাপীড়িত মানুষের সহায়তায় এমন সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। গত কয়েকদিন ধরে নোয়াখালী, ফেনী, কুমিল্লাসহ দেশের কয়েকটি জেলায় ভয়াবহ বন্যা দেখা দিয়েছে। বন্যার পানিতে তলিয়ে গেছে লাখ লাখ মানুষের বাড়িঘর, ফসলের ক্ষেত। ভেসে গেছে গবাদি পশু ইত্যাদি। বিভিন্ন জায়গায় থেকে খবর পাওয়া গেছে গ্রামীণ দোকানপাটগুলোও পানিতে ডুবে আছে। ফলে কেনার মতো শুকনা খাবারেরও সংকট রয়েছে। এ পরিস্থিতিতে বন্যাপীড়িত মানুষের সার্বিক সহায়তা প্রদানের সিদ্ধান্ত নিয়েছে অফিসার্স অ্যাসোসিয়েশন।
-বেরোবি