Friday, March 14, 2025
Homeনীলফামারীফ্যাসিস্ট আওয়ামী সরকারের আইন বাস্তবায়ন করছে প্রশাসন: অভিযোগ ভাটা মালিকদের

ফ্যাসিস্ট আওয়ামী সরকারের আইন বাস্তবায়ন করছে প্রশাসন: অভিযোগ ভাটা মালিকদের

- Advertisement -

spot_imgspot_imgspot_imgspot_img

মো. নাঈম শাহ্, নীলফামারী প্রতিনিধি:
ফ্যাসিস্ট আওয়ামী সরকারের আইন বাস্তবায়ন করছে বর্তমান প্রশাসন মন্তব্য করে, ভাটা মালিকরা বলেছেন,‘যদি ইট ভাটা ভাঙ্গা বন্ধ করা না হয় তাহলে কঠোর আন্দোলন শুরু করা হবে। এর দায় প্রশাসনকেই নিতে হবে।’ মঙ্গলবার (১১ মার্চ) দুপুরে নীলফামারীতে মালিক_শ্রমিকের বিক্ষোভ সমাবেশে এমন ঘোষণা দেন ভাটা মালিকরা। শহরের ডিসি মোড়ে অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন ইট প্রস্তুতকারী মালিক সমিতির সভাপতি ফজলার রহমান।

এতে অন্যান্যদের মধ্যে সংগঠনের সাধারণ সম্পাদক হারুণ উর রশিদ, সহ-সভাপতি সৈয়দ রাকিব হাসান মিশুক বক্তৃতা দেন। কর্মসূচিতে একাত্মতা প্রকাশ করে বক্তব্য দেন জেলা আদালতের জিপি এ্যাডভোকেট আবু মোহাম্মদ সোয়েম ও পিপি এ্যাডভোকেট আল মাসুদ চৌধুরী।

শ্রমিক প্রতিনিধি গোলাম কুদ্দুস আইয়ুব বলেন,‘পরিবেশ দূষণ হচ্ছে এমন অভিযোগে ভাটাগুলো বন্ধ করে দেয়া হচ্ছে। শুধু কি ইট ভাটায় পরিবেশ দূষণ করছে এমনটি নয়। শিল্প কলকারখানা যানবাহন পরিবেশ দূষণ করলেও সেদিকে সরকারের খেয়াল নেই। সারাদেশে কোটি মানুষ ইট ভাটায় কাজ করে জীবিকা নির্বাহ করে। এই রমজানে ইটভাটা ভাঙ্গা হচ্ছে। সামনে ঈদ। কীভাবে পরিবারগুলো চলবে। সরকার মানবিক দৃষ্টিকোণ থেকে বিষয়টি দেখার আহ্বান জানাচ্ছি।’

ইট প্রস্তুত মালিক সমিতির সভাপতি আলহাজ ফজলার রহমান বলেন,‘ঋণের ভারে জর্জরিত আমরা। কোটি টাকা বিনিয়োগ করে এখন লসের মুখে। ভাটার গর্ভে ইট। এই ইটগুলো নষ্ট করে দেয়া হচ্ছে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে। আমরা নিঃস্ব হয়ে যাবো। আমাদের দাবি যদি মানা না হয় তাহলে ঢাকায় মহাসমাবেশ থেকে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে। ’

পরে জেলা প্রশাসকের মাধ্যম প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করেন সংগঠনের নেতারা।

Facebook Comments Box
spot_img
এ বিভাগের আরও খবর
- Advertisment -spot_img

সর্বাধিক পঠিত খবর