Saturday, March 15, 2025
Homeখেলাধুলাফেলিক্সের সঙ্গে চেলসির সাত বছরের চুক্তি

ফেলিক্সের সঙ্গে চেলসির সাত বছরের চুক্তি

- Advertisement -

spot_imgspot_imgspot_imgspot_img

অ্যাটলেটিকো মাদ্রিদ থেকে এবার পাকাপাকিভাবে জোয়াও ফেলিক্সের সঙ্গে চুক্তি করেছে চেলসি। বুধবার লন্ডন ক্লাব এই ঘোষণা দিয়েছে। পর্তুগালের ফরোয়ার্ড তাদের সঙ্গে সাত বছরের চুক্তিপত্রে সই করেছেন।

বিভিন্ন সূত্রে ইএসপিএন জানিয়েছে, অ্যাড-অনসহ ৫ কোটি ইউরোতে এই চুক্তি সম্পন্ন করেছে চেলসি। ভবিষ্যতে চেলসি থেকে ফেলিক্স অন্য কোথাও গেলে ফির ২০ শতাংশ পাবে অ্যাটলেটিকো।

গত বছর জানুয়ারিতে মাদ্রিদ ক্লাব থেকে ছয় মাস ধারে চেলসিতে খেলেছিলেন ফেলিক্স। গত মৌসুমে তাকে ধার করে বার্সেলোনা। এই মৌসুমেও কাতালানদের হয়ে খেলার কথা ছিল তার কিন্তু ইউরো শেষে পর্তুগাল তারকা ফিরে যান মাদ্রিদ ক্লাবে। আর ট্রান্সফার উইন্ডোতে চেলসি তাকে স্থায়ীভাবে নিজেদের করে নিলো। স্ট্যামফোর্ড ব্রিজে ছয় মাসে ২০ ম্যাচ খেলে চার গোল করেছিলেন তিনি।

ফেলিক্স বলেছেন, ‘চেলসিতে ফিরতে পেরে আমি সত্যিই খুশি। মাঠে নামার জন্য আর তর সইছে না। গতবার যখন এসেছিলেন, সেই চেনামুখগুলোকে দেখতে পাচ্ছি। এটা সবসময় দারুণ ব্যাপার।’

বেনফিকাতে ক্যারিয়ার শুরু করা ২৪ বছর বয়সী ফেলিক্স চেলসির ১১তম খেলোয়াড় হিসেবে এই গ্রীষ্মকালীন চুক্তিতে সই করলেন।

২০১৯ সালে ক্লাব রেকর্ড ১২ কোটি ৬০ লাখ ইউরোতে অ্যাটলেটিকোতে যোগ দিয়েছিলেন ফেলিক্স। প্রত্যাশা পূরণ করতে পারেননি তিনি। কোচ ডিয়েগো সিমিওনের ট্যাকটিকসের সঙ্গে মানিয়ে নিতে সংগ্রাম করতে হয়েছিল তাকে। মাদ্রিদ ক্লাবের হয়ে ১৩১ ম্যাচ খেলে করেন ৩৪ গোল।

Facebook Comments Box
spot_img
এ বিভাগের আরও খবর
- Advertisment -spot_img

সর্বাধিক পঠিত খবর