Wednesday, March 19, 2025
Homeকুড়িগ্রামফুলবাড়ীতে "প্রেস ক্লাব ফুলবাড়ী" এর পুর্নাঙ্গ কমিটি গঠন, নয়ন সভাপতি, শাহিন সম্পাদক

ফুলবাড়ীতে “প্রেস ক্লাব ফুলবাড়ী” এর পুর্নাঙ্গ কমিটি গঠন, নয়ন সভাপতি, শাহিন সম্পাদক

- Advertisement -

spot_imgspot_imgspot_imgspot_img

অনিল চন্দ্র রায়, কুড়িগ্রাম প্রতিনিধি:
কুড়িগ্রামের ফুলবাড়ীতে, “প্রেস ক্লাব ফুলবাড়ী” এর পুর্নাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। মঙ্গলবার (১৮ মার্চ) সকালে ফুলবাড়ী মিডিয়া সেন্টারে সিনিয়র সাংবাদিক আব্দুল আজিজ মজনুর সভাপতিত্বে কমিটি গঠন সম্পর্কে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় সর্ব সম্মতিক্রমে দৈনিক কালবেলা পত্রিকার ফুলবাড়ী উপজেলা প্রতিনিধি অলিউর রহমান নয়নকে সভাপতি এবং দৈনিক সমকাল ও দৈনিক করতোয়ার ফুলবাড়ী উপজেলা প্রতিনিধি শাহিনুর রহমান শাহিনকে সাধারণ সম্পাদক করে দুই বছর মেয়াদী ২১ সদস্য বিশিষ্ট পুর্নাঙ্গ কমিটি গঠন করা হয়।

কমিটির অন্যান্য সদস্যরা হলেন, আরাবুর রহমান পাশা (সহ-সভাপতি), মুহা: ছদরুজ্জামান (যুগ্ম সাধারণ সম্পাদক), ফরহাদ হোসেন টুকু (সাংগঠনিক সম্পাদক), জিয়াউর রহমান জিয়া (কোষাধ্যক্ষ), মাহবুব রহমান সুমন (দপ্তর সম্পাদক), নবিউল ইসলাম (প্রচার সম্পাদক), মহসীন আলী মন্জু (কার্যকরী সদস্য), সাধারণ সদস্য-১ আব্দুল আজিজ মজনু, ২। সিরাজুল ইসলাম হিরু ৩। সিদ্দিকুর রহমান শাহিন, ৪। জাহাঙ্গীর আলম ৫। এমদাদুল হক মিলন ৬। এস এম আসাদুজ্জামান ৭। রবিউল ইসলাম বেলাল ৮। লুৎফর রহমান বাবু ৯। অনিল চন্দ্র রায় ১০। সামিউল ইসলাম বেনু ১১। হাবিবুর রহমান হাবিব ১২। নুরনবী মিয়া।

Facebook Comments Box
spot_img
এ বিভাগের আরও খবর
- Advertisment -spot_img

সর্বাধিক পঠিত খবর