কুড়িগ্রামের ফুলবাড়ীতে পুলিশ মাদক বিরোধী অভিযান চালিয়ে ২০ কেজি গাঁজাস এক মাদক কারবারীকে গ্রেপ্তার করেছে। পরে পুলিশ বাদী হয়ে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে রবিবার সকালে গ্রেপ্তারকৃত মাদক কারবারিকে জেল হাজতে প্ররণ করেছে।
পুলিশ জানায়, ২২ মার্চ শনিবার রাত সাড়ে ৯ টার দিকে উপজেলার উত্তর কাশিপুর এলাকার মাদক কারবারিজয়মুদ্দিন (৬৫) এর বসতবাড়ির আঙ্গিনার মাটির নিচে বিশেষ কায়দায় প্লাস্টিকের বস্তার ভিতর রক্ষিত চারটি পোটলায় ২০ কেজি গাঁজা জব্দসহ তাহে হাতেনাতে গ্রেপ্তার করে।
ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মামুনুর রশিদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গ্রেপ্তারকৃত মাদক কারবারির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করে কুড়িগ্রাম কারাগারে পাঠানো হয়েছে ।
Facebook Comments Box