অনিল চন্দ্র রায়, ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি:
কুড়িগ্রামের ফুলবাড়ীতে পুলিশ মাদক বিরোধী অভিযান চালিয়ে ৫০ বোতল ফেন্সিডিলসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে। পরে পুলিশ বাদী হয়ে মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মামলা দায়ের করে বুধবার দুপুরে কুড়িগ্রাম কারাগারে প্রেরণ করা হয়েছে৷
পুলিশ জানায়, ফুলবাড়ী থানার এস আই রকিব হাসানের নেতৃত্বে একদল পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে ২৬ ফেব্রুয়ারী রাত সাড়ে ১২ টায় উপজেলার পানি মাছ কুটি মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় এলাকা থেকে ৫০ বোতল ফেন্সিডিল ও অটো রিক্সাসহ ওই দুই মাদক ব্যবসায়ীকে আটক করে। আটককৃতরা হলেন উলিপুর উপজেলার রামেশ্বর শর্মা এলাকার মৃত ছমত উল্ল্যাহর ছেলে বকিয়ত উল্ল্যাহ (৪৫) ও কুড়িগ্রাম সদর উপজেলার হযরত আলীর ছেলে জাহাঙ্গীর আলম (৩৫)।
ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মামুনুর রশিদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান আটককৃতদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে বুধবার দুপুরে কুড়িগ্রাম কারাগারে পাঠানো হয়েছে।