Thursday, April 17, 2025
Homeদিনাজপুরফিলিস্তিনে ইসরাইলি বর্বর আগ্রাসনের প্রতিবাদে চিরিরবন্দরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ

ফিলিস্তিনে ইসরাইলি বর্বর আগ্রাসনের প্রতিবাদে চিরিরবন্দরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ

- Advertisement -

spot_imgspot_imgspot_imgspot_img

এনামুল মবিন সবুজ, দিনাজপুর প্রতিনিধিঃ

বিশ্বব্যাপি মজলুম গাজাবাসীদের আহ্বানকৃত হরতালের প্রতি একাত্মতা প্রকাশ করে
ফিলিস্তিনে চলমান ইসরাইলি আগ্রাসন, নারী-শিশুসহ হাজারো নিরীহ মানুষকে হত্যা ও মানবাধিকার লঙ্ঘনের প্রতিবাদ ও নিপীড়িত ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে দিনাজপুরের চিরিরবন্দরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৭ই এপ্রিল) বাদ আছর প্রতিটি মসজিদের ঈমামদের নেতৃত্বে উপজেলার গ্রামীণ শহর রানীরবন্দরে তৌহিদী মুসলিম জনতা একটি বিশাল প্রতিবাদ বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি রানীরবন্দরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে এবং দিনাজপুর-রংপুর মহাসড়কের সুইহারীবাজারে এক সমাবেশ করে।

সমাবেশে মাওলানা আবুল কালাম আজাদ, মাওলানা রবিউল ইসলাম, জেলা পরিষদেরর সাবেক সদস্য মো. নূর-এ-আলম সিদ্দিকী নয়ন, মাও. হাফেজ এস এম রাশেদুল ইসলাম, ক্বারী আনোয়ার হোসাইন, মাও. আতাউর রহমান, মকবুল হোসাইন, মো. শহিদ আহমেদ প্রমুখ বক্তব্য রাখেন।

এসময় বক্তারা ফিলিস্তিনের প্রতি সংহতি প্রকাশসহ ইসরাইলী পণ্য বর্জনের আহ্বান জানান ও অঙ্গীকার করেন। এছাড়াও চিরিরবন্দর উপজেলার ঘুঘুরাতলী মোড়েও অনুরূপ এক বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

Facebook Comments Box
spot_img
এ বিভাগের আরও খবর
- Advertisment -spot_img

সর্বাধিক পঠিত খবর