রাশেদ নিজাম শাহ, কিশোরগঞ্জ (নীলফামারী) প্রতিনিধিঃ
আজ শুক্রবার ২১ শে মার্চ জুম্মার নামাজের পর উলামা,ত্বলাবা ও সাধারণ জনগণের উদ্যোগে কিশোরগঞ্জ কেন্দ্রীয় বায়তুন্নুর মসজিদের ফটক থেকে ফিলিস্তিনে ইসরাইলি বাহিনীর বর্বর গণহত্যা ও ভারতের মুসলিম নির্যাতনের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ পালিত হয়েছে।
বিক্ষোভ মিছিলটি বায়তুন্নুর মসজিদ থেকে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় মসজিদ প্রাঙ্গণে এসে সমাবেশের মাধ্যমে শেষ হয়।
মিছিলে ইসরাইল বিরোধী প্রতিবাদী স্লোগান বিশ্বের মুসলিম এক হও এক হও, জুলুম শোষণের বিরুদ্ধে, রুখে দাঁড়াও এক সাথে,ইসরাইলের বিরুদ্ধে লড়তে হবে একসাথে, ইসরাইলের দালালেরা হুঁশিয়ার সাবধান, জাতিসংঘ জবাব চাই, আমার ভাই মরলো কেন।
বক্তব্যে উঠে আসে, যুদ্ধবিরতি লঙ্ঘন করে এ হামলার মাধ্যমে ইসরাইলি বাহিনী আবারও বিশ্ব জনমতের প্রতি বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করল। মানবতার বিরুদ্ধে এত বড় অপরাধ দুনিয়ার কোনো বিবেকবান মানুষই বরদাশত করতে পারে না।বাংলাদেশের জনগণ চিরকালই ফিলিস্তিনের মুক্তিসংগ্রামের সঙ্গে ছিল এবং ভবিষ্যতেও থাকবে।