Saturday, March 29, 2025
Homeদিনাজপুরপুলিশ ফাঁড়ির জানালা ভেঙে পালানো আসামি ফের গ্রেফতার

পুলিশ ফাঁড়ির জানালা ভেঙে পালানো আসামি ফের গ্রেফতার

- Advertisement -

spot_imgspot_imgspot_imgspot_img

সালাউদ্দিন আহমেদ, দিনাজপুর প্রতিনিধিঃ
দিনাজপুরের নবাবগঞ্জ আফতাবগঞ্জ পুলিশ ফাঁড়ির তদন্ত কেন্দ্রের জানালার গ্রিল ভেঙে পালানো আসামি রয়েল হোসেনকে (৩৫) ফের গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার (২৪ মার্চ) রাত পৌনে ১২টার দিকে জেলার পার্বতীপুর আসামির বোন জামাইয়ের বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।

এর আগে, রবিবার ভোর ৫টার দিকে জানালার গ্রিল ভেঙে পালিয়ে যান তিনি। রয়েল হোসেন উপজেলার ৯নং কুশদহ ইউনিয়নের কাজীপাড়া গ্রামের মৃত সাকাদ আলীর ছেলে। আফতাবগঞ্জ পুলিশ ফাঁড়ির ইনচার্জ সিরাজুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশের তথ্যানুযায়ী, গত রবিবার ভোরে সেনাবাহিনী ও পুলিশ সদস্যরা মাদকবিরোধী অভিযান চালান। ভোর ৪টার দিকে উপজেলার কাজিপাড়া এলাকার নিজ বাড়ির সামনে নেশাগ্রস্ত অবস্থায় রয়েলকে আটক করা হয়। সে সময় তার কাছ থেকে ৩ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।
ভোর সাড়ে ৪টার দিকে রয়েলকে আটক করে আফতাবগঞ্জ পুলিশ তদন্তকেন্দ্রে নেওয়া হয়।

এর কিছুক্ষণ পরেই সাহরির সময় পুলিশের ব্যস্ততার সুযোগে রয়েল হোসেন ওই ঘরের পেছন দিকের জানালার গ্রিল ভেঙে পালিয়ে যান। এদিকে রয়েলকে ধরতে আফতাবগঞ্জ পুলিশ ফাঁড়ি ও নবাবগঞ্জ থানা পুলিশ যৌথ অভিযান শুরু করে। পরে সোমবার রাত পৌনে বারোটায় পার্বতীপুর থেকে তাকে গ্রেফতার করা হয়।

Facebook Comments Box
spot_img
এ বিভাগের আরও খবর
- Advertisment -spot_img

সর্বাধিক পঠিত খবর