Home রংপুর পীরগাছায় সড়ক দুর্ঘটনায় ট্রলি চালকের মৃত্যু

পীরগাছায় সড়ক দুর্ঘটনায় ট্রলি চালকের মৃত্যু

CREATOR: gd-jpeg v1.0 (using IJG JPEG v62), quality = 90?

মোঃ হাবিবুর রহমান হাবিব, পীরগাছা (রংপুর) প্রতিনিধিঃ
রংপুরের পীরগাছায় সরকারি চাল বহনকারী বোঝাই ট্রলির এক্সেল ভেঙ্গে চালক নয়ন মিয়া(৩৫)নিহত হয়েছে।

এসময় ট্রলিটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে নিহত হন চালক নয়ন মিয়া। রবিবার দুপুরে উপজেলার কুকড়া ব্রিজসংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত নয়ন মিয়া (৩৫)উপজেলার ইটাকুমারী ইউনিয়নের মধুরাম এলাকার ওয়াহেদ আলীর ছেলে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, সরকারি চাল বহনকারী বোঝাই ট্রলিটি কুকড়া ব্রিজ সংলগ্ন এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়।এতে ট্রলিটির এক্সেল ভেঙ্গে চালক নয়ন মিয়া(৩৫)নিহত হয়েছে।

ট্রলি চালক নয়ন মিয়া(৩৫) পীরগাছা চারমাথা থেকে ট্রলিতে সরকারি চাল নিয়ে কালীগঞ্জ বাজারের দিকে যাচ্ছিলেন। পথে কুকড়া ব্রিজ সংলগ্ন এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়।এতে ট্রলিটির এক্সেল ভেঙ্গে চালক নয়ন মিয়া(৩৫) ঘটনাস্থলে মারা যান।

এ বিষয়ে পীরগাছা থানার উপ পুলিশ পরিদর্শক,এসআই আব্দুর রাজ্জাক জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Facebook Comments Box

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here