হাবিবুর রহমান, পীরগাছা (রংপুর) প্রতিনিধিঃ
রংপুরের পীরগাছায় মোটরসাইকেলের ধাক্কায় বাই সাইকেল আরোহী আব্দুল আজিজ মিয়া (৬৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছে। নিহত ব্যক্তি উপজেলার চাঁদ চৌধুরী এলাকার মৃতঃ তমেজ উদ্দিনের ছেলে।
গতকাল (১৯ শে মার্চ) বুধবার বিকালে উপজেলার অন্নদানগর ইউনিয়নের রংপুর -পাওটানা সড়কের আম পাইকর হইতে টোপের বাজারগামী পাঁকা রাস্তা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, নিহত আব্দুল আজিজ মিয়া রাস্তার পাশ দিয়ে বাইসাইকেল যোগে যাচ্ছিলেন। পিছন দিক হইতে অজ্ঞাতনামা একটি মোটরসাইকেলের ধাক্কায় পাঁকা রাস্তায় পড়ে মাথায় গুরুতর আঘাত প্রাপ্ত হয়। পরে তাকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়ার সময় রাস্তায় তার মৃত্যু হয়।
এবিষয়ে পীরগাছা থানার অফিসার ইনর্চাজ নুরে আলম সিদ্দিকী জানান, সড়ক দুর্ঘটনায় আব্দুল আজিজ মিয়া নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। এবিষয়ে আইনগত প্রক্রিয়া চলছে।