Saturday, March 15, 2025
Homeরংপুরপীরগাছায় সড়ক দুর্ঘটনায় এক ভ্যানচালকের মৃত্যু

পীরগাছায় সড়ক দুর্ঘটনায় এক ভ্যানচালকের মৃত্যু

- Advertisement -

spot_imgspot_imgspot_imgspot_img

হাবিবুর রহমান হাবিব,পীরগাছা (রংপুর) প্রতিনিধি-

রংপুরের পীরগাছায় অটো ও ভ্যানের মুখোমুখি সংঘর্ষে সৈকত মিয়া (২৮) নামে এক ভ্যানচালকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার বিকেলে উপজেলার কৈকুড়ী ইউনিয়নের চৌধুরানী শুল্লিপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত সৈকত মিয়া মিঠাপুকুর উপজেলার বৈরাতি (পুঁটিমারি) গ্রামের আমিনুর মিয়ার ছেলে। বিবাহিত জীবনে তার আড়াই বছরের মুনতাহা নামে একটি কন্যা রয়েছে।
সূত্রে জানা যায়, সৈকত মিয়া চৌধুরাণী বাজার থেকে নিজবাড়ি পুঁটিমারি যাচ্ছিলেন। খাদিজা আবেদীন কলেজ সংলগ্ন শুল্লিপাড়া এলাকায় পৌঁছালে বিপরীতমুখী একটি অটোর সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটে। পরে স্থানীয়রা সৈকত মিয়াকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক জানান, ঘটনাস্থলেই সৈকত মারা গেছে।
বিষয়টি নিশ্চিত করে থানা ওসি (তদন্ত) নাহিদ হাসান বলেন, এঘটনায় সড়ক পরিবহন আইনে মামলা দায়ের প্রক্রিয়া চলছে।

Facebook Comments Box
spot_img
এ বিভাগের আরও খবর
- Advertisment -spot_img

সর্বাধিক পঠিত খবর