হাবিবুর রহমান, পীরগাছা (রংপুর) প্রতিনিধিঃ
‘তোমার আমার বাংলাদেশে,ভোট দিব মিলেমিশে’ এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে, রংপুরের পীরগাছায় ৭ম জাতীয় ভোটার দিবস পালন করা হয়েছে। উপজেলা নির্বাচন অফিসের আয়োজনে, রবিবার সকাল সাড়ে ১০ টায় উপজেলা পরিষদ চত্বর হতে একটি বর্নাঢ্য র্যালি শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে আবারো একই স্থানে গিয়ে শেষ হয়। র্যালি প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুল হক সুমনের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাচন কর্মকর্তা ফারুক আহমেদ, কৃষি কর্মকর্তা কৃষিবিদ রফিকুল ইসলাম, সমাজসেবা কর্মকর্তা এনামুল হক, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আবুল হোসেন, সহকারী পরিবার পরিকল্পনা কর্মকর্তা মনজুরুল ইসলাম প্রমুখ।
উপজেলা নির্বাচন অফিসের তথ্য অনুযায়ী, পীরগাছা উপজেলায় মোট ভোটারের সংখ্যা ২ লক্ষ ৮৭ হাজার ১১০জন। এর মধ্যে পুরুষ ভোটারের সংখ্যা ১ লক্ষ ৪২হাজার ৬৩৪জন এবং নারী ভোটারের সংখ্যা ১ লক্ষ ৪৪হাজার ৪৭৩জন।