পীরগাছা (রংপুর) প্রতিনিধি :
‘দক্ষ যুব গড়বে দেশ, বৈষম্যহীন বাংলাদেশ।’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে রংপুরের পীরগাছায় নানা আয়োজনে জাতীয় যুব দিবস উদযাপন করা হয়েছে।এই উপলক্ষে (১ সেপ্টেম্বর) শুক্রবার সকালে উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ হল রুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আলোচনা সভায় স্বপ্ন ছুঁই ইয়ুথ ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক মাজু মিয়ার সঞ্চালনায় ও উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আব্দুর রহীম মিয়ার সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন- উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুল হক সুমন।অন্যানের মধ্যে বক্তব্য দেন- উপজেলা বিএনপির আহবায়ক আমিনুল ইসলাম রাঙা, জামায়াতের আমীর মাওলানা মোস্তাক আহমেদ, উপজেলা আইসিটি কর্মকর্তা আফসানা রহমান,পীরগাছা থানার এস আই খাইরুল ইসলাম, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি ফারদিন এহসান মাহিম প্রমুখ।বক্তারা বলেন যুব সমাজই একটি দেশের আর্থ সামাজিক উন্নয়নের মূল চালিকা শক্তি।তাই যুব সমাজকে দক্ষ ও যোগ্য করে গড়ে তুলতে হবে।তবেই এগিয়ে যাবে যুব সমাজ, এগিয়ে যাবে দেশ। আলোচনা সভা শেষে চেক ও সনদপত্র বিতরণ করা হয়।