Saturday, March 15, 2025
Homeরংপুরপীরগাছায় নকল সার-কীটনাশক তৈরি, ব্যবসায়ীর ৬ মাসের কারাদণ্ড

পীরগাছায় নকল সার-কীটনাশক তৈরি, ব্যবসায়ীর ৬ মাসের কারাদণ্ড

- Advertisement -

spot_imgspot_imgspot_imgspot_img
পীরগাছা (রংপুর) প্রতিনিধি:
রংপুরের পীরগাছায় নকল সার ও কীটনাশক তৈরি ও বাজারজাত করার দায়ে দেলোয়ার হোসেন (৫৬) নামে এক ব্যবসায়ীকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ২ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। বুধবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার পারুল ইউনিয়নের মোংলাকুটি গ্রামে গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান পরিচালিত হয়। দণ্ডপ্রাপ্ত দেলোয়ার হোসেন ওই গ্রামের মৃত জসিম উদ্দিনের ছেলে।
জানা গেছে, দেলোয়ার হোসেনের মতিয়ার বাজারে একটি সার ও কীটনাশকের দোকান রয়েছে, যা তিনি ও তার ছেলে যৌথভাবে পরিচালনা করেন। দীর্ঘদিন ধরে ওই ব্যবসার আড়ালে নিজ বাড়িতে নকল সার ও নামিদামি কোম্পানির কীটনাশক তৈরি ও মোড়কজাত করে বাজারে সরবরাহ করছিলেন। বুধবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নাজমুল হক সুমন অভিযান পরিচালনা করেন। অভিযানে দেলোয়ার হোসেনের বাড়ি থেকে বিপুল পরিমাণ নকল সার, কীটনাশক, মোড়ক, মোড়কজাত করার যন্ত্রসহ বিভিন্ন উপকরণ জব্দ করা হয়। পরে তাকে ৬ মাসের কারাদণ্ড ও ২ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নাজমুল হক সুমন বলেন, দেলোয়ার হোসেন দীর্ঘদিন ধরে নকল সালফার, জিংকসহ বিভিন্ন সার ও কীটনাশক তৈরি করে সিনজেনটাসহ নামিদামি কোম্পানির লেবেল ব্যবহার করে বাজারজাত করতেন। এতে কৃষকরা প্রতারিত হচ্ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে দণ্ড দেওয়া হয়েছে।
Facebook Comments Box
spot_img
এ বিভাগের আরও খবর
- Advertisment -spot_img

সর্বাধিক পঠিত খবর