Saturday, March 15, 2025
Homeরংপুরপীরগাছায় তরুণ সমাজের বিরুদ্ধে মিথ্যা অভিযোগের প্রতিবাদ সমাবেশ

পীরগাছায় তরুণ সমাজের বিরুদ্ধে মিথ্যা অভিযোগের প্রতিবাদ সমাবেশ

- Advertisement -

spot_imgspot_imgspot_imgspot_img

পীরগাছা (রংপুর) প্রতিনিধি:

রংপুরের পীরগাছায় স্বৈরাচারের দোসর নটাবাড়ী হাইস্কুলের প্রধান শিক্ষক জাহাঙ্গীর কবির সরকার তার শশুরবাড়ীর কয়েকজন আত্মীয়স্বজন দ্বারা এলাকার তরুণ সমাজের বিরুদ্ধে সামাজিক ও রাজনৈতিক অসৎ উদ্দেশ্যে মিথ্যা ও মানহানিকর বক্তব্যের প্রতিবাদে প্রতিবাদ সমাবেশ করেছেন এলাকার সর্বস্তরের জনগণ। শুক্রবার বিকেলে শুরু হয়ে সন্ধ্যা পর্যন্ত নটাবাড়ী হাইস্কুল মাঠে এ প্রতিবাদ সমাবেশ করেন তারা।
আব্দুল খালেকের সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন স্কুলের সহকারী শিক্ষক রিনা পারভীন, সমাজসেবক জিয়াউর রহমান লিটন, আনোয়ারুল ইসলাম বাবু, ইমরান আলী, পল্লী চিকিৎসক
শাহজাহান মিয়া, চাঁন মিয়া, শিক্ষার্থী মারুফ হাসান।
সহকারী শিক্ষক মশিয়ার রহমান বলেন, প্রধান শিক্ষক জাহাঙ্গীর কবির সরকার তার শশুরবাড়ীর কয়েকজন আত্মীয়স্বজন নিয়ে এসে এলাকার তরুণ সমাজ ও শিক্ষকের বিরুদ্ধে সামাজিক ও রাজনৈতিক অসৎ উদ্দেশ্যে মিথ্যা ও মানহানিকর যেসব বক্তব্য গত ৯ অক্টোবরের সংবাদ সম্মেলনে তুলে ধরেছেন এবং আমাদের নাম ভাঙ্গিয়ে তারা যে সংবাদ সম্মেলন করেছেন। সে বিষয়ে আমরা কিছুই জানিনা।
ভূক্তভোগী নৈশ প্রহরী নুরুল ইসলামের স্ত্রী মমেনা বেগম তার বক্তব্যে বলেন, ৯ অক্টোবরের সংবাদ সম্মেলনে সরকারের উচ্চ পর্যায়ের কর্মকর্তা আরিফ আনজুম সাবুর বিরুদ্ধে যে অভিযোগ এনেছেন। তার ছবি ব্যবহার করে মিথ্যা বানোয়াট কথাবার্তা বলেছেন তা সম্পূর্ণ ভিত্তিহীন। বরং আমার স্বামী নৈশ প্রহরী নুরুল ইসলাম যিনি ১৯৯৯ সাল থেকে এই স্কুলে কর্মরত ছিলেন তাকে চাকরিচ্যূত করেন প্রধান শিক্ষক জাহাঙ্গীর কবির। প্রধান শিক্ষক জাহাঙ্গীর কবির সরকার তার দুর্নীতি, নিয়োগ বাণিজ্য, অনিয়ম ধামাচাপা দিতে এ সংবাদ সম্মেলন করেছেন বলে উপস্থিত বক্তারা জানান।
উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুল হক সুমন জানান, প্রধান শিক্ষক জাহাঙ্গীর কবির সরকারকে এক মাসের বাধ্যতামূলক ছুটিসহ তার বিরুদ্ধে অভিযোগের প্রেক্ষিতে তিন সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্তের পর প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

Facebook Comments Box
spot_img
এ বিভাগের আরও খবর
- Advertisment -spot_img

সর্বাধিক পঠিত খবর