Sunday, March 16, 2025
Homeরংপুরপীরগাছায় অস্থির সবজির বাজারে দিশেহারা নিম্ন আয়ের মানুষ

পীরগাছায় অস্থির সবজির বাজারে দিশেহারা নিম্ন আয়ের মানুষ

- Advertisement -

spot_imgspot_imgspot_imgspot_img

পীরগাছা (রংপুর) প্রতিনিধি –

রংপুরের পীরগাছায় সবজিসহ নিত্য পণ্যের বাজারে অস্থিরতা বিরাজ করছে। অস্থির নিত্য পণ্যের বাজারে দিশেহারা হয়ে চরম বিপাকে পড়েছে খেটে খাওয়া দিনমজুর ও নিম্ন আয়ের মানুষ।
উপজেলার হাট বাজার গুলো ঘুরে দেখা যায়, কোথাও ৮০ টাকা থেকে ১০০ টাকার নিচে মিলছে না কোন সবজি। এখন শহর আর গ্রামের হাট-বাজারে সব ধরনের সবজির দাম প্রায় একই। এতে বাজার খরচের সাথে আয়ের সঙ্গতি করতে পারছেন না পেশাজীবীরা। বৃহস্পতিবার (১৭ অক্টোবর) রাতে উপজেলার কয়েকটি বাজার ঘুরে দেখা যায়, বেগুন ৭০ টাকা থেকে ৮০ টাকা,লাউ ৬০টাকা থেকে ৭০ টাকা, করলা ৯০ টাকা থেকে ১০০, আলু ৬৫ থেকে ৭০ টাকা, কাঁকরোল ৫৫ টাকা থেকে ৬০ টাকা, কচু ৫০ টাকা থেকে ৫৫ টাকা, বেগুন ৬৫ থেকে ৭০ টাকা, ঢেড়স ৭৫ টাকা থেকে ৮০ টাকা, শশা ৪৫ টাকা থেকে ৫০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। শুধু পেঁপের দাম রয়েছে ২৫ টাকার নীচে। কাঁচা মরিচ ২২০ টাকা থেকে ২৫০ টাকা ও ধনে পাতা ২৮০ টাকা থেকে ৩০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। ৫০ থেকে ৫৫ টাকা হালিতে বিক্রি হচ্ছে ডিম। পেঁয়াজের ঝাঁঝ বেড়ে প্রতি কেজি ১১০ টাকা থেকে ১২০ টাকায় বিক্রি হচ্ছে, আদা ২২০ টাকা থেকে ২৪০ টাকা , রসুন ২১০ টাকা থেকে ২৩০ টাকায় বিক্রি হচ্ছে।পীরগাছা বাজারের সবজি বিক্রেতা আসাদুল ইসলাম বলেন, সপ্তাহ খানেক আগে সবজির দাম কিছুটা কম ছিল। বর্তমানে আরোত থেকে বেশি দাম দিয়ে সবজি কিনতে হয়। সিন্ডিকেটের খপ্পড়ে থেকে সবজি বাজার বাঁচার ব্যবস্থা করতে হবে। আরিফ মিয়া নামে এক ক্রেতা জানান, বাজারে সব ধরনের সবজির দাম দ্বিগুণ হয়েছে। দাম দ্বিগুণ হলেও আয় রোজগার বাড়েনি। এতে পরিবারের খরচ চালাতে হিমশিম খাচ্ছি। এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুল হক সুমন জানান,নিত্যপণ্যের দাম স্বাভাবিক রাখতে নিয়মিত বাজার মনিটরিং করা হচ্ছে।

Facebook Comments Box
spot_img
এ বিভাগের আরও খবর
- Advertisment -spot_img

সর্বাধিক পঠিত খবর