মোঃ আবু বক্কর সিদ্দিক, পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি:
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে আগুনে পুড়ে গেছে ৯টি বাড়ি। রবিবার রাত ১১ টার দিকে উপজেলার ৩ নং খনগাঁও ইউনিয়নের ২ নং ওয়ার্ডের চাপাপাড়া এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে প্রায় ০৫ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিক ভাবে জানা গেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বিদ্যুতের শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটে এবং আগুন দ্রুতসময়ে পার্শ্ববর্তী বাড়িগুলোতে ছড়িয়ে পড়লে নয়টি বাড়ি পুড়ে যায়।
অগ্নিকান্ডের খবর পেয়ে পীরগঞ্জ ফায়ার সার্ভিসের ১টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তাৎক্ষণিক প্রত্যেক পরিবারকে ৩০ কেজি করে চাল এবং শুকনা খাবার দেওয়া হয়েছে।
Facebook Comments Box