Saturday, March 15, 2025
Homeদিনাজপুরপার্বতীপুরে রেলকর্মচারীর মাথা বিচ্ছিন্ন লাশ উদ্ধার

পার্বতীপুরে রেলকর্মচারীর মাথা বিচ্ছিন্ন লাশ উদ্ধার

- Advertisement -

spot_imgspot_imgspot_imgspot_img

আল মামুন মিলন, পার্বতীপুর(দিনাজপুর) প্রতিনিধি
দিনাজপুরের পার্বতীপুরে হলদিবাড়ি রওশন ফিলিং স্টেশনের নিকট রেললাইনের ধারে পড়ে থাকা ভারত(৫০)নামে এক রেলকর্মচারীর হাতবাধা ও শরীর থেকে মাথা বিচ্ছিন্ন লাশ উদ্ধার করেছে মডেল থানা পুলিশ। উদ্ধার হওয়া ওই রেলকর্মচারী উপজেলার হাবড়া ইউনিয়নের কালিকাবাড়ী কুমারপাড়া গ্রামের সন্তোষ কুমারের ছেলে।
জানা যায়, মঈলবার (১৮ ফেব্রুয়ারি) সকালে পথচারী লোকজন ওই ব্যাক্তির রেললাইনের ধারে হাতবাধা ও গলা থেকে মাথা বিচ্ছিন্ন লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। পুলিশ ঘটনাস্থল এসে লাশের সনাক্ত ও পরিচয়ের চেষ্টা চলাকালে তার পকেটে থাকা মানিব্যাগে রাখা রক্ষিত মোবাইল নম্বরে ফোন দিলে ভারতের প্রতিবেশীর নিকট বিষয়টি জানাজানি হয়। নিহতের ছেলে রিপন ঘটনাস্থলে এসে পিতার লাশ সনাক্ত করলে পরিচয় নিশ্চিত হয়। নিহত ভারতের পরিবারের দাবী দুর্বত্তরা তাকে নির্মমভাবে হত্যা করে রেল রেললাইনে ফেলে যায়। গতকাল সোমবার সকাল ১০ টায় বেতন তুলতে বাড়ি থেকে বের হয়ে আর ফেরেনি। রাতে বারবার তার মোমবাইল ফোনে বাড়ির লোকজন ফোন দিলেও সাড়া মেলেনি ভারতের। রেলওয়ে থানার ওসি ফখরুল ইসলাম জানান লাশ শুরতাহাল শেষে দিনাজপুর মর্গে পাঠানো হবে। ঘটনার কারন ও আইনি ব্যাবস্থা প্রক্রিয়াধীন।

Facebook Comments Box
spot_img
এ বিভাগের আরও খবর
- Advertisment -spot_img

সর্বাধিক পঠিত খবর