Saturday, March 15, 2025
Homeদিনাজপুরপার্বতীপুরে বিদ্যুৎ লোডশেডিং : বড়পুকুরিয়া তাপ বিদ্যুৎ কেন্দ্রের দুই ইউনিট উৎপাদন বন্ধ

পার্বতীপুরে বিদ্যুৎ লোডশেডিং : বড়পুকুরিয়া তাপ বিদ্যুৎ কেন্দ্রের দুই ইউনিট উৎপাদন বন্ধ

- Advertisement -

spot_imgspot_imgspot_imgspot_img

রুকুনুজ্জামান পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি:
পার্বতীপুরে বিদ্যুৎ সংকটে ঘন ঘন লোডশেডিং এর কারনে জনজীবন অতিষ্ঠ হয়ে উঠেছে। এক দিকে প্রচন্ড গরম অন্য দিকে লোডশেডিং সব মিলিয়ে মানুষ এক অশস্তিকর অবস্থার মধ্যে দিনাতিপাত করছেন। এদিকে স্থানীয় নেসকো ও পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষ বলছেন বিদ্যুৎ সংকটের কারণে এ অবস্থার সৃষ্টি হয়েছে।

জানা গেছে, দিনাজপুরের পার্বতীপুরের বড়পুকুরিয়া তাপ বিদ্যুৎ কেন্দ্রের ২য় ইউনিটের ১২৫ মেগাওয়াট ও ৩য় ইউনিটের ২৭৫ মেগাওয়াটে বিদ্যুৎ উৎপাদন বন্ধ থাকায় বিদ্যুৎ সংকট দেখা দিয়েছে। তবে তাপ বিদ্যুৎ কেন্দ্র সূত্রে জানা যায়, তাপ বিদ্যুৎ কেন্দ্রের যান্ত্রিক ক্রটির জন্য বন্ধ ৩য় ইউনিটটি দু’এক দিনের মধ্যে চালু হবে বলে আশা করা হচ্ছে।

পার্বতীপুর উপজেলায় গ্রামাঞ্চলে পল্লী বিদ্যুৎ বিভাগ ও শহর এলাকায় নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানি (নেসকো) বিদ্যুৎ গ্রাহকদের মধ্যে বিদ্যুৎ সরবরাহ করে থাকেন। এ সব বিদ্যুৎ গ্রাহকেরা ঠিক মতো বিদ্যুৎ না পাওয়ায় চরম ভোগান্তির শিকার হচ্ছেন। তাঁরা চান দ্রুত এ অবস্থার অবসান হোক। এ বিষয়ে কথা হলে পার্বতীপুর পল্লী বিদ্যুৎ বিভাগের ডিজিএম ও নেসকোর আবাসিক প্রকৌশলী বলেন,জাতীয় গ্রীড থেকে প্রয়োজনীয় পরিমাণে বিদ্যুৎ সরবরাহ না পাওয়ায় তাঁরা লোডশেডিং করতে বাধ্য হচ্ছেন।

বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের সহকারি প্রধান প্রকৌশলী মো: মহসিন কবির ফিরোজ জানান, তাপবিদ্যুৎ কেন্দ্রের ৩য় ইউনিটটির যান্ত্রিক ত্রুটির কারণে উৎপাদন বন্ধ। আশা করছি দুই একদিনের মধ্যে ৩য় ইউনিটটি চালু হবে। ৩য় ইউনিট থেকে প্রতিদিন ১৭০-১৮০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ করা হতো। বর্তমান ১নং ইউনিটটি চালু রেখে ৬০-৬৫ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ করা হচ্ছে।

Facebook Comments Box
spot_img
এ বিভাগের আরও খবর
- Advertisment -spot_img

সর্বাধিক পঠিত খবর