Saturday, March 15, 2025
Homeলালমনিরহাটপাটগ্রাম সীমান্তে আইন লঙ্ঘন করে বিএসএফের বৈদ্যুতিক পিলার স্থাপন

পাটগ্রাম সীমান্তে আইন লঙ্ঘন করে বিএসএফের বৈদ্যুতিক পিলার স্থাপন

- Advertisement -

spot_imgspot_imgspot_imgspot_img

পাটগ্রাম (লালমনিরহাট) প্রতিনিধি:

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় আন্তর্জাতিক সীমান্ত আইন লঙ্ঘন করে বৈদ্যুতিক পিলার (খুঁটি) বসিয়েছে বিএসএফ। শুক্রবার (৩১ জানুয়ারি) সকাল ১০টায় বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) রংপুর-৬১ ব্যাটালিয়ন ধবলসুতী ক্যাম্পের কোম্পানি কমান্ডার সুবেদার হাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা গেছে, এর আগে উপজেলার ধবলসুতি এলাকায় বৃহস্পতিবার বিকেলে চাষাবাদের জমিতে কাজ করতে গিয়ে স্থানীয়রা বৈদ্যুতিক পিলার ও যন্ত্র স্থাপন দেখতে পেয়ে বিজিবিকে খবর দেয়। খবর পেয়ে বর্ডারগার্ড-৬১ বিজিবি (তিস্তা-২) ব্যাটালিয়নের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে লোহার বৈদ্যুতিক পিলার (খুঁটি) দেখতে পায়। পরে কোনো কিছু না জানিয়ে রাতের অন্ধকারে বিএসএফ কর্তৃক শূন্যরেখার মধ্যে এসব স্থাপনের প্রতিবাদ জানায় বিজিবি।

বিজিবি ও স্থানীয়রা জানায়, ভারত-বাংলাদেশ ভিটা সীমান্তের শূন্যরেখার ৫০ গজ অভ্যন্তরে বিএসএফের-৯৮ ব্যাটালিয়নের ফুলকাডাবরী ক্যাম্পের সদস্যরা ভারতের নির্মাণশ্রমিকদের নিয়ে বৈদ্যুতিক পিলার (খুঁটি) স্থাপন করে। বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) ধবলসুতী ক্যাম্পের কোম্পানি কমান্ডার সুবেদার হাফিজুর রহমান বলেন, ভারতীয় বিএসএফরা গতকাল বৃহস্পতিবার বিকালে একটি বৈদ্যুতিক পিলার স্থাপন করে। তাদের বাধা দিলেও তারা তা উপেক্ষা করে স্থাপন করে চলে যায়। পরে আমরা তাদেরকে ডাক দিলে তারা ডাক শোনেন না। এ বিষয়টি আমরা ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানিয়েছি আজ পতাকা বৈঠক অনুষ্ঠিত হবে।

Facebook Comments Box
spot_img
এ বিভাগের আরও খবর
- Advertisment -spot_img

সর্বাধিক পঠিত খবর