Saturday, March 15, 2025
Homeগাইবান্ধাপলাশবাড়ী পৌরসভার ১৩ কর্মকর্তা-কর্মচারীকে চাকরি থেকে ছাঁটাই

পলাশবাড়ী পৌরসভার ১৩ কর্মকর্তা-কর্মচারীকে চাকরি থেকে ছাঁটাই

- Advertisement -

spot_imgspot_imgspot_imgspot_img

গাইবান্ধা প্রতিনিধি:

অর্থের বিনিময়ে বিভিন্ন পদে মাস্টার রোলে নিয়োগ দেওয়ার অভিযোগে গাইবান্ধার পলাশবাড়ী পৌরসভার ১৩ কর্মকতা-কর্মচারীকে ছাঁটাই করা হয়েছে। পলাশবাড়ী পৌর প্রশাসক ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আল ইয়াছা রহমান তাপাদার মঙ্গলবার (৮ অক্টোবর) এক পত্রে তাদের নিয়োগ বাতিল করেন।

বৃহস্পতিবার (১০ অক্টোবর) বিকালে বিষয়টি নিশ্চিত করেন পলাশবাড়ী পৌরসভার প্রকৌশলী মতুর্জা এলাহী। তিনি জানান, পৌরসভায় কর্মরত ১৩ কর্মকতা-কর্মচারী ছাঁটাইয়ের আদেশ সংক্রান্ত একটি পত্র পাওয়া গেছে।

উল্লেখ্য, পলাশবাড়ী পৌরসভার সাবেক মেয়র গোলাম সারোয়ার প্রধান বিপ্লব মেয়র থাকাকালে ২০২২ সালে মোটা অঙ্কের টাকার বিনিময়ে বেশ কয়েকটি পদে তার শ্যালিকা-ভাগিনাসহ বেশ কয়েকজনকে বিভিন্ন পদে নিয়োগ দেন। একইভাবে তিনি ১৫ কর্মকতা-কর্মচারীকে মাস্টার রোলে নিয়োগ দিয়ে অর্থ হাতিয়ে নিয়েছেন বলে অভিযোগ রয়েছে। অভিযোগের সত্যতা প্রমাণিত হওয়ায় ও কাজকর্ম না থাকায় তাদেরকে ছাটাই করা হয়।

এর আগে, স্বজনপ্রীতি করে নিয়োগ বাণিজ্যের ঘটনায় এক বছর আগে জেলা প্রশাসক বরাবর একটি লিখিত অভিযোগ করেন পৌর এলাকার বাসিন্দা লিয়াকত। পরে জেলা প্রশাসনের গঠিত তদন্ত কমিটি অভিযোগ তদন্ত করে প্রতিবেদন জমা দেয়।

এদিকে, গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকার পতনের পর থেকেই আত্মগোপনে সাবেক মেয়র গোলাম সারোয়ার প্রধান বিপ্লব।

Facebook Comments Box
spot_img
এ বিভাগের আরও খবর
- Advertisment -spot_img

সর্বাধিক পঠিত খবর