Friday, April 11, 2025
Homeআইন-আদালতঅপরাধ ও দুর্নীতিপরকীয়ার জেরে স্বামীকে খুন, স্ত্রীর দায় স্বীকার

পরকীয়ার জেরে স্বামীকে খুন, স্ত্রীর দায় স্বীকার

- Advertisement -

spot_imgspot_imgspot_imgspot_img

রংপুর নিউজ ডেস্কঃ
টাঙ্গাইলের সখীপুরে পরকীয়ার জেরে জুয়েল শিকদার (৩৮) নামে এক যুবককে হত্যার অভিযোগে উঠেছে স্ত্রীর বিরুদ্ধে। শুক্রবার (৪ এপ্রিল) রাত ১টার দিকে উপজেলার কালিয়ানপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

খুনের শিকার জুয়েল রানা ওই গ্রামে মজনু সিকদারের ছেলে। জুয়েলের বাবা বাদী হয়ে সখীপুর থানায় একটি হত্যা মামলা করেছে।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, ১৫ বছর আগে জুয়েল সিকদারের সঙ্গে তানিয়া আক্তারের পারিবারিকভাবে বিয়ে হয়। তাদের ৩ সন্তানও রয়েছে। বিয়ের পর ভালোই চলছিল তাদের সংসার জীবন। সম্প্রতি জুয়েলের সঙ্গে এক নারীর পরকীয়া সম্পর্ক গড়ে ওঠে। এ নিয়ে তানিয়া কয়েকবার বুঝিয়েছেন তাদের। কিন্তু এতেও তাদের সম্পর্ক বাদ যায়নি। উপায় না পেয়ে শনিবার রাতে কাঠের টুকরো দিয়ে আঘাত করে স্বামী জুয়েলকে খুন করে স্ত্রী তানিয়া। এ ঘটনার পর পুলিশ তানিয়াকে আটক করে।

সখীপুর থানার ওসি জাকির হোসেন বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে পরকীয়ার জেরে স্বামীকে হত্যার দায় স্বীকার করেছে স্ত্রী তানিয়া। আমরা এর সঙ্গে আর কোনো বিষয় আছে কিনা সেটা খতিয়ে দেখছি। আমাদের তদন্ত চলমান আছে।

Facebook Comments Box
spot_img
এ বিভাগের আরও খবর
- Advertisment -spot_img

সর্বাধিক পঠিত খবর