রংপুর নিউজ ডেস্কঃ
উপসচিব ও সমপর্যায়ের ১৯৬ জন কর্মকর্তাকে যুগ্ম সচিব পদে পদোন্নতি দিয়েছে সরকার।
বৃহস্পতিবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের দুটি প্রজ্ঞাপনে তাদের পদোন্নতি দিয়ে নতুন দপ্তর দেওয়ার প্রক্রিয়ায় বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) হিসাবে জনপ্রশাসন মন্ত্রণালয়ের ন্যস্ত করা হয়েছে।
যুগ্ম সচিব পদে পদোন্নতির তালিকায় রয়েছেন রংপুর বিভাগের দুই জেলা প্রশাসক, তারা হলেন জনাব মোঃ সবেত আলী, জেলা প্রশাসক (উপসচিব) পঞ্চগড় এবং চৌধুরি মোয়াজ্জেম আহমদ, (উপসচিব) গাইবান্ধা।
এবার যুগ্ম সচিব পদে পদোন্নতির ক্ষেত্রে বিসিএস ২৪তম ব্যাচ প্রাধান্য পেয়েছে। এর আগে বাদপড়া অন্যান্য ব্যাচের কয়েকজন ইতোমধ্যে পদোন্নতি পেয়েছেন।
পদোন্নতি পাওয়া কর্মকর্তাদের জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিবের কাছে সরাসরি বা ই-মেইলে যোগদানপত্র দিতে বলা হয়েছে প্রজ্ঞাপনে।
Facebook Comments Box