Saturday, March 15, 2025
Homeপঞ্চগড়পঞ্চগড়ে সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান ও যুবলীগ নেতা মঞ্জুরুল গ্রেফতার

পঞ্চগড়ে সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান ও যুবলীগ নেতা মঞ্জুরুল গ্রেফতার

- Advertisement -

spot_imgspot_imgspot_imgspot_img

গৌরব কুমার দাস,পঞ্চগড় প্রতিনিধিঃ

পঞ্চগড়ের দেবীগঞ্জে বৈষম্য বিরোধী আন্দোলনে ছাত্র-জনতার উপর হামলার ঘটনায় দায়েরকৃত মামলায় সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মঞ্জুরুল ইসলাম মনুকে আটক করেছে পুলিশ। শনিবার (১৫ ফেব্রুয়ারি) বিকাল সাড়ে পাঁচটায় পৌরসভার নতুন বন্দর এলাকা থেকে তাকে আটক করে দেবীগঞ্জ থানা পুলিশ।

আটক মঞ্জুরুল ইসলাম মনু দেবীগঞ্জ পৌরসভার নতুন বন্দর এলাকার মকছেদ আলীর ছেলে। মঞ্জুরুল ইসলাম মনু দেবীগঞ্জ উপজেলা যুবলীগের সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। এছাড়া সর্বশেষ অনুষ্ঠিত দেবীগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে নির্বাচিত হন। সরকার পরিবর্তনের পর সারাদেশের ন্যায় স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে তাকে ভাইস-চেয়ারম্যান পদ থেকে অপসারণ করা হয়।

আটকের বিষয়টি নিশ্চিত করে দেবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোয়েল রানা বলেন, বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনের উপর হামলার ঘটনায় জড়িত থাকায় অপারেশন ‘ডেভিল হান্টের’ মাধ্যমে তাকে আটক করা হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হবে।

উল্লেখ্য, ২০২৪ সালের ৪ আগস্ট দেবীগঞ্জে বৈষম্য বিরোধী ছাত্র-জনতার আন্দোলনে উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক আশরাফুল আলম এমুর নেতৃত্বে করতোয়া সেতুর পশ্চিম পাড় সড়কে ছাত্র-জনতার উপর হামলা চালায় আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। এতে গুরুতর আহত হন রবিউল ইসলাম নামে এক যুবক। এ ঘটনায় রবিউল ইসলাম ৪৪ জনের নাম উল্লেখ করে এবং ১০০০ থেকে ১২০০ লোককে অজ্ঞাত আসামি করে দেবীগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন।

Facebook Comments Box
spot_img
এ বিভাগের আরও খবর
- Advertisment -spot_img

সর্বাধিক পঠিত খবর