ইকবাল বাহার, পঞ্চগড় প্রতিনিধিঃ
বাঙালির গৌরবদীপ্ত স্বাধীনতার দিন আজ। প্রতিবছর বিনম্র শ্রদ্ধা ও গভীর কৃতজ্ঞতায় দিনটি পালন করে বাঙালি জাতি।
এরই ধারাবাহিকতায় আজ ২৬ মার্চ বুধবার পঞ্চগড়ে যথাযথ মর্যাদায় পালিত হয়েছে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস।
দিবসের প্রথম প্রহরে ৩১টি তোপধ্বনিতে দিনের কর্মসূচির সূচনা করা হয়। পরে বিউকলের করু সুর বেজে ওঠার সাথে সাথে শুরু হয় শহীদবেদীতে শ্রদ্ধা নিবেদন। জেলা প্রশাসক সাবেত আলীর নেতৃত্বে জেলা প্রশাসন ও জেলা পুলিশ সুপার মিজানুর রহমান মুন্সির নেতৃত্বে জেলা পুলিশ ফুলেল শ্রদ্ধা নিবেদন করার পরে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, সরকারি, বেসরকারি ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের পুষ্পস্তবক অর্পণ করা হয়।
এরপর সকাল ৯টায় পঞ্চগড় জেলা স্টেডিয়ামে পবিত্র কুরআন তেলাওয়াত ও গীতা পাঠের মাধ্যমে শুরু হয় দ্বিতীয় পর্ব। ১৯৭১ সালে রণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধাদের ফুলেল শুভেচ্ছা জানিয়ে জাতীয় সংগীত ও জাতীয় পতাকা উত্তল শেষে জেলা পুলিশ, আনসার, কারারক্ষী, ফায়ার সার্ভিস, বিএনসিসি সহ জেলার বিভিন্ন সরকারি ও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের মার্চ পাস অনুষ্ঠিত হয়।
সকাল ১১টায় পঞ্চগড় জেলা প্রশাসনের আয়োজনে এবং পঞ্চগড় পৌরসভার সহযোগিতায় পঞ্চগড় জেলা সরকারি অডিটোরিয়ামে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৫ উপলক্ষ্যে বীর মুক্তিযোদ্ধা, যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা, শহীদ বীর মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যগণের সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
পঞ্চগড় জেলা প্রশাসক সাবেত আলীর সভাপতিত্বে এসময় আলোচনা সভায় উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার মিজানুর রহমান মুন্সি, অতিরিক্ত বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট সীমা শারমিন, জেলা দায়রাজজ আদালতের পাবলিক প্রসিকিউটর এ্যাড. আদম সুফি, জেলা বিএনপির আহ্বায়ক জাহিরুল ইসলাম কাচ্চু, জেলা জামায়াতে আমীর মাওলানা ইকবাল হোসাইন, জাসদ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ও বীর মুক্তিযোদ্ধা নাজমুল হক প্রধান, বীর মুক্তিযোদ্ধা সাইখুল ইসলাম প্রমুখ।