Tuesday, April 1, 2025
Homeপঞ্চগড়পঞ্চগড়ে মেহেদী উৎসবে মেতে উঠলো শতাধিক সুবিধাবঞ্চিত শিশু

পঞ্চগড়ে মেহেদী উৎসবে মেতে উঠলো শতাধিক সুবিধাবঞ্চিত শিশু

- Advertisement -

spot_imgspot_imgspot_imgspot_img

ইকবাল বাহার, পঞ্চগড় প্রতিনিধিঃ

ঈদ উপলক্ষে পঞ্চগড়ে শতাধিক অসহায় ও সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে দিনব্যাপী মেহেদী রাঙা উৎসব পালন করা হয়েছে।

শনিবার (২৯ মার্চ) পঞ্চগড় রেলওয়ে স্টেশন চত্বরে স্টেশন এলাকার আশপাশের শতাধিক অসহায় ও সুবিধাবঞ্চিত শিশুদের হাত মেহেদীর আল্পনায় রাঙিয়ে দেন তারা। এতে বাঁধভাঙা আনন্দে মাতোয়ারা হয়ে ওঠে শিশুরা। শিশুদের ঈদের রঙে রাঙাতে এই ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে জেলার কয়েকটি স্বেচ্ছাসেবী সংগঠন।

জানা গেছে, স্টান্ড বাই দ্যা হেল্পেস পিপলস নামে একটি সামাজিক সংগঠনের আয়োজনে ও সম্মিলিত স্বেচ্ছাসেবী ফোরাম পঞ্চগড়ের সহযোগিতায় দিনব্যাপী এই মেহেদী রাঙা উৎসব অনুষ্ঠিত হচ্ছে।

২০২১ সালে শুরু করে ৫ম বারের মত আয়োজন করা হয় এই মেহেদী উৎসবের। আর এতে করে সকাল থেকেই বাঁধভাঙা আনন্দ ও উল্লাস চোখে পড়েছে মেহেদী উৎসবে অংশ নেয়া শিশুদের মাঝে।

শিশু জুঁই ও সাদিয়ে বলে, আমরা সকাল থেকেই স্টেশনে এসে অনেম মজা করছি। ভাইয়া ও আপুরা এসে আমাদের মেহেদী লাগিয়ে দিচ্ছে। এতে খুব আনন্দ লাগছে। আমাদের কেউ কোনোদিন এভাবে কাছে ডেকে হাতে মেহেদীতে রাঙিয়ে দেয়নি।

আরেক শিশু আখিঁ আক্তার জানায়, গত বছরের মত এবারো আমাদের মেহেদী মাখিয়ে দিয়েছে ভাইয়া ও আপুরা। সাথে খাবার ও ঈদ সালামিও দিয়েছে। খুব ভালো লাগছে।
মেহেদী রাঙা উৎসবে অংশ নেয়া তরুণী খুকুমনি আক্তার তানিয়া, তামান্না জানায়, ঈদ মানেই সবার জন্য আনন্দ। এই আনন্দ থেকে কেউ বঞ্চিত হোক তা আমরা চাই না। চেষ্টা করছি ঈদের আনন্দ যেন গরিব, অসহায় ও সুবিধাবঞ্চিত শিশুদের মাঝেও ছড়িয়ে পড়ে। তাই এই শিশুদের হাত মেহেদীতে রাঙিয়ে দিলাম।

সামাজিক সংগঠন স্টান্ড বাই দ্যা হেল্পেস পিপলসের সভাপতি রাকিব হাসান বলেন, গত ৫ বছর ধরে আমরা এ আয়োজন করে আসছি। ঈদ সবার জন্য আনন্দের দিন। আমরা সবাই উদ্যোগ নিয়েছি এ বছর নিজে মেহেদী হাতে দেয়ার পাশাপাশি গরিব, অসহায়, পথশিশু ও সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে মেহেদী রাঙা উৎসব পালন করছি। ইচ্ছা আছে আগামীতে মেহেদী উৎসবের পাশাপাশি ভালো কিছুর আয়োজন করবো আমরা।

এদিকে উৎসবে অংশগ্রহণ করেছেন পঞ্চগড় জেলা প্রশাসক সাবেত আলী ও জেলা লেডিস ক্লাবের সভাপতি শাকিলা পারভীন।

এসময় তারা বলেন, পঞ্চগড়ে এমন আয়োজনকে আমরা সাধুবাদ জানাই। আমরা আশা করি জেলার যে সকল সামর্থ্যবান মানুষ রয়েছে তারা সবাই এ ধরনের সুবিধাবঞ্চিত শিশুদের পাশে দাঁড়াবে।

Facebook Comments Box
spot_img
এ বিভাগের আরও খবর
- Advertisment -spot_img

সর্বাধিক পঠিত খবর