গৌরব কুমার দাস, পঞ্চগড় প্রতিনিধি:
পঞ্চগড়ে আজ থেকে শুরু হয়েছে তিনদিন ব্যাপী ঐতিহ্যবাহী বারুণী মহাস্নান উৎসব ও বারুণী মেলা।
আজ বৃহস্পতিবার(২৭মার্চ) সূর্যোদয়ের সাথে সাথে জেলার বোদা উপজেলার বোয়ালমারীর করতোয়া নদীতে সনাতন ধর্মালম্বীদের এই মহাস্নান উৎসব ও পূজার্চনা শুরু হয়।
দিনের আলো ফুটতে না ফুটতেই আশেপাশের বিভিন্ন স্থান থেকে হিন্দু সম্প্রদায়ের পুণ্যার্থী ও সাধু সন্ন্যাসীরা এসে জড়ো হতে শুরু করেন করতোয়া নদীর তীরে। পুণ্যফল লাভ ও পূর্বপুরুষদের আত্মার শান্তি কামনায় দল বেধে করতোয়ার উত্তরমুখী স্রোতে প্রতিবছর এ পূর্ণ স্নানে অংশ নেন তারা।
সনাতন ধর্মমতে মধু কৃষ্ণা ত্রয়োদশী তিথি থেকে শুরু করে পরবর্তী তিন দিন উত্তরমুখী স্রোতে স্নান করলে পাপ মোচন হয়। এসময় দেহ-মনকে পরিশুদ্ধ করতে এবং পূর্বপুরুষদের উদ্দেশ্যে মাথার চুল বিসর্জন দেন অনেকে। এসময় পূর্বপুরুষদের আত্মার শান্তি কল্পে পিণ্ডদান ও স্নান শেষে গঙ্গা মন্দিরে পূজার্চনায় অংশ নেন তারা। সকাল থেকেই আশপাশের বিভিন্ন এলাকাসহ উত্তরাঞ্চলের বিভিন্ন জেলা থেকে কয়েক লাখ সনাতন ধর্মাবলম্বীরা ছুটে আসেন এই স্নান উৎসবে। পবিত্র এ স্নানে আসতে পেরে উৎফুল্ল পূর্ণার্থীরা।
স্নানকে কেন্দ্র করে আয়োজিত মেলায় বিভিন্ন খাবার সহ জিলিপি, কদমা, বাতাসা, তৈজসপত্র, প্রসাধনী, ছোটদের খেলনার নানা পসরা সাজিয়ে বসেছেন দোকানিরা।
বারুণী স্নান উৎসব উপলক্ষে ভক্তদের সুবিধার্থে নানা প্রস্তুতি সহ নেওয়া হয়েছে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা। মেলা পরিচালনা সভাপতি বাবু অন্য প্রসাদ রায় বলেন স্থানীয় গঙ্গা মন্দির ও মেলা পরিচালনা কমিটির পক্ষ থেকে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে । পুলিশ ও স্থানীয় প্রশাসন সার্বিক সহায়তা প্রদান করেছেন।
আগামী ২৮ মার্চ শনিবার সূর্যাস্ত পর্যন্ত চলবে এই পুণ্যস্নান ও বারুণী মেলার উৎসব।