Saturday, March 15, 2025
Homeপঞ্চগড়পঞ্চগড়ে তারুণ্যের উৎসব উপলক্ষ্যে দিনব্যাপী 'ফুটবলের জয়গান' উৎসব অনুষ্ঠিত

পঞ্চগড়ে তারুণ্যের উৎসব উপলক্ষ্যে দিনব্যাপী ‘ফুটবলের জয়গান’ উৎসব অনুষ্ঠিত

- Advertisement -

spot_imgspot_imgspot_imgspot_img

গৌরব কুমার দাস,পঞ্চগড় প্রতিনিধি:

নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে দেশব্যাপী তারুণ্যের উৎসব ২০২৫ এর অংশ হিসেবে পঞ্চগড়ে দিনব্যাপী অনুষ্ঠিত হলো ‘ফুটবলের জয়গান’ উৎসব। পঞ্চগড় জেলা ফুটবল ফেডারেশনের আয়োজনে আজ বুধবার(১৯ ফেব্রুয়ারি) সকালে বোদা সরকারি পাইলট মডেল স্কুল এন্ড কলেজ মাঠে এ উৎসব শুরু হয়।
জেলা বিএনপির সদস্য সচিব ও কেন্দ্রীয় কমিটির পল্লি উন্নয়ন বিষয়ক সম্পাদক ফরহাদ হোসেন আজাদের সভাপতিত্বে উৎসবের উদ্বোধন করেন বাফুফের ভাইস চেয়ারম্যান ফাহাদ করিম।

উৎসবে বাফুফের কেন্দ্রীয় ও স্থানীয় সদস্যবৃন্দ, সাবেক ও বর্তমান খেলোয়াড় বৃন্দ, জেলা ও উপজেলা প্রশাসনের কর্মকর্তা কর্মচারী বৃন্দ, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ সহ বিভিন্ন স্কুল ও কলেজের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।

সকালে উৎসব উপলক্ষ্যে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। র্্যালীটি উৎসব প্রাঙ্গণ থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক ও মহাসড়ক ঘুরে অনুষ্ঠানস্থলে এসে শেষ হয়।
পরে স্থানীয় শিল্পীদের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

দুপুর ২ টার দিকে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়, খেলায় অংশ গ্রহণ করে “পঞ্চগড় জেলা বনাম ঠাকুরগাঁও জেলা ফুটবল একাদশ”।

অনুষ্ঠান শেষে জুলাই বিপ্লবের ওপর একটি ডকুমেন্টরি প্রদর্শন শেষে স্থানীয় ও ঢাকা থেকে আগত শিল্পীদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

Facebook Comments Box
spot_img
এ বিভাগের আরও খবর
- Advertisment -spot_img

সর্বাধিক পঠিত খবর