ইকবাল বাহার, পঞ্চগড় প্রতিনিধিঃ
পঞ্চগড়ে জেলা ও দায়রা জজ আদালতের আইন কর্মকর্তা গণের পক্ষ থেকে ফিলিস্তিনিদের জন্য দোয়া প্রার্থনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৯ এপ্রিল) বিকেল সারে চারটায় জেলা আইনজীবী সমিতি ভবনের দ্বিতীয় তলায় এ দোয়া প্রার্থনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এপিপি এ্যাড. আব্দুল আল মামুন এর সঞ্চালনায় দোয়া প্রার্থনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন পঞ্চগড় জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) এ্যাড. আদম সুফি, পঞ্চগড় জেলা জজ আদালতের সরকারি কৌঁসুলি (জিপি) এ্যাড. এমএ আব্দুল বারী, জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি, এ্যাড. গোলাম হাফিজ, জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এ্যাড. নজরুল ইসলাম, এ্যাড. আবুল কালাম আজাদ, এ্যাড. হায়দার আলী, এ্যাড. আবুল খায়ের, এ্যাড. আহসান হাবিব, এ্যাড. আকবর আলী প্রমূখ।
এ সময় বক্তারা বলেন, “পৃথিবীতে দুইশ কোটি মুসলমান থাকলেও আজ গাজার মুসলিমরা অভিভাবক শূন্য। ফিলিস্তিনের নারী, পুরুষ, শিশু ও বৃদ্ধরা ইসরায়েলী বাহিনীর নির্মমগণহত্যার শিকার হচ্ছে। মুসলিম দেশগুলোর দ্বারা বেষ্টিত দখলদার ইসরায়েল মুসলমানদের পবিত্র ভূমি দখল করেছে, অথচ শক্তিশালী মুসলিম দেশগুলো নির্বিকার। পরিস্থিতি এমন যে মুসলিম নেতারা যেন ইসরায়েলের হাতে জিম্মি।”
বক্তারা আরো বলেন, “ফিলিস্তিনে নির্বিচারে হামলা হলেও জাতিসংঘ ও ওআইসিসহ বিশ্ব সংগঠনের কারো তেমন কোন ভূমিকা নেই। দখলদার ইসরায়েলি বাহিনী ধর্মীয় প্রতিষ্ঠান এমনকি হাসপাতাল ও সাংবাদিকদের উপরও হামলা করছে, তাদের হত্যা করছে তারা। এখন থেকে আমরা সকলেই অঙ্গীকার বদ্ধ হই দখলদার ইসরায়েল সহ যারা তাদের সহযোগিতা করছে তাদের সকল পণ্য বর্জন করার অঙ্গীকার করি।”
এসময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত পিপি এ্যাড. ইয়াছিনুল হক দুলাল, এ্যাড. আনোয়ারা বেগম, অতিরিক্ত জিপি এ্যাড. খায়রুল ইসলাম ও সহকারী পিপি এ্যাড. মেহেদী হাসান মিলন সহ জেলা আইনজীবী সমিতির বিজ্ঞ আইনজীবী গণ।
দোয়া পরিচালনা করেন, পঞ্চগড় জেলা জজকোর্ট জামে মসজিদ এর প্রেশ ইমাম মাওলা আব্দুল খালেক।