Thursday, April 3, 2025
Homeপঞ্চগড়পঞ্চগড়ের মাঘই পানিমাছ পুকুরী উচ্চ বিদ্যালয়ের নতুন ও সাবেক শিক্ষার্থীদের ঈদ পুণর্মিলনী

পঞ্চগড়ের মাঘই পানিমাছ পুকুরী উচ্চ বিদ্যালয়ের নতুন ও সাবেক শিক্ষার্থীদের ঈদ পুণর্মিলনী

- Advertisement -

spot_imgspot_imgspot_imgspot_img

ইকবাল বাহার, পঞ্চগড় প্রতিনিধি:

চলছে ঈদের ছুটি। এই ছুটিতে বিদ্যালয়ের শূন্য মাঠ মুখরিত হয়ে উঠেছে নতুন পুরাতন শিক্ষার্থীদের পদচারণায়। স্কুল জীবনের ফেলে আসা দিন আর পুরনো সব স্মৃতি নাড়া দিচ্ছে প্রতিটি শিক্ষার্থীর হৃদয়ে।

দীর্ঘদিন পর শৈশবের প্রিয় ক্যাম্পাসে পুণর্মিলনী অনুষ্ঠানে যোগ দিয়ে উচ্ছ্বসিত পঞ্চগড় সদর উপজেলা মাঘই পানিমাছ পুকুরী উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা। ওই বিদ্যালয় এ্যালামনাই এসোসিয়েশনের আয়োজনে বুধবার দিনভর চলে নতুন পুরাতন শিক্ষার্থীদের মিলন মেলা।

ঈদ পুনর্মিলনীতে ১৯৮৬ সাল থেকে ২০২৫ এসএসসি ব্যাচের প্রায় সাড়ে ৭০০ শিক্ষার্থী অংশ নেয়। অনলাইনে যুক্ত হয়ে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন পঞ্চগড়ের জেল প্রশাসক সাবেত আলী। পরে স্মৃতিচারণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান ছাড়াও নানা আয়োজন রাখা হয় শিক্ষার্থীদের জন্য।

বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী সামসউদ্দীন চৌধূরী কালাম বলেন, বহুদিন পর শৈশবের প্রিয় ক্যাম্পাসে বন্ধুদের সাথে দেখা হলো। মনে হচ্ছে আজ সেই দিনগুলোতে ফিরে গেছি। সবাই খুব মজা করেছি।

বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী শামিম আহমেদ বলেন, দীর্ঘদিন পর পুরনো বন্ধুদের কাছে পেয়ে এবং ক্যাম্পাসের ছোটভাইদের একসাথে পেয়ে খুবই ভালো লাগছে। আমরা চাই প্রতি বছর এমন আয়োজন হোক।

পুনর্মিলনী আয়োজক কমিটির আহ্বায়ক আরিফ হাসান বলেন, ঈদে ছুটিতে অনেকেই নাড়ির টানে বাড়ি ফিরে আসে। তাই আমরা এই সময়টিকে বেছে নিয়েছি পুণর্মিলনীর জন্য। সবার অংশগ্রহণ আমাদের এই আয়োজনকে সফল করেছে।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক একেএম রোকশানুল ইসলাম লিয়ন প্রধান বলেন, ঈদের ছুটির মধ্যেই আমাদের শূন্য মাঠ ভরে গেছে নতুন পুরাতন শিক্ষার্থীদের আনাগোনায়। কত চেনা মুখ কতদিন পর দেখা। কত আবেগ কত স্মৃতি জড়িয়ে আছে তাদের সাথে। দিনটি খুব উপভোগ করেছি।

পঞ্চগড় জেলা প্রশাসক সাবেত আলী বক্তব্যে বলেন, এই বিদ্যালয়ের অনেক শিক্ষার্থী আজ দেশের বিভিন্ন স্থানে বিভিন্ন সেবায় নিয়োজিত। সবাই ঐক্যবদ্ধভাবে নিজের বিদ্যালয়, এলাকা ও জেলার উন্নয়নে কাজ করা উচিত।

Facebook Comments Box
spot_img
এ বিভাগের আরও খবর
- Advertisment -spot_img

সর্বাধিক পঠিত খবর