মো. নাঈম শাহ্, নীলফামারী প্রতিনিধি:
নীলফামারীতে সরকারি মেডিকেল কলেজ বন্ধ করে দেওয়া বা অন্যত্র স্থানান্তরের ষড়যন্ত্রের প্রতিবাদে মানববন্ধন কর্মসূচির পাশাপাশি প্রধান সড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করেন বিক্ষুব্ধ সাধারণ জনগণ ও মেডিকেল কলেজের শিক্ষার্থীরা। রবিবার (১৬ মার্চ) সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত নীলফামারী শহরের চৌরঙ্গী মোড়ে সর্বস্তরের জনগণ ও শিক্ষার্থীদের ব্যানারে বিপুল সংখ্যক মানুষের অংশগ্রহণে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। এ সময় শিক্ষার্থীরা শহরের প্রধান সড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করেন।
বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন, ‘নীলফামারী মেডিকেল কলেজ নিয়ে কোনো ধরনের ষড়যন্ত্র এ জেলার মানুষেরা মেনে নিবে না। এটি নীলফামারীবাসীর বহুদিনের স্বপ্ন এবং এটি বন্ধ করে দেওয়া বা অন্য জেলায় স্থানান্তরের চেষ্টা করা হলে দুর্বার আন্দোলন গড়ে তোলা হবে। অনতিবিলম্বে দ্রুত স্থায়ী ক্যাম্পাস ও পূর্ণাঙ্গ হাসপাতাল নির্মাণ করতে হবে।
এর আগে একই দাবিতে গত ৬ মার্চ শহরের চৌরঙ্গী মোড়ে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ শেষে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।