Wednesday, March 26, 2025
Homeনীলফামারীনীলফামারী জেলা বিএনপির যৌথ কর্মী সভা অনুষ্ঠিত

নীলফামারী জেলা বিএনপির যৌথ কর্মী সভা অনুষ্ঠিত

- Advertisement -

spot_imgspot_imgspot_imgspot_img

মো. নাঈম শাহ্, নীলফামারী প্রতিনিধি:
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) নীলফামারী জেলা শাখার যৌথ কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৪ মার্চ) জেলা শহরের স্কাই ভিউ হোটেলের হলরুমে কর্মী সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তৃতা দেন জেলা বিএনপির সভাপতি আ.খ.ম আলমগীর সরকার। এতে সভাপতিত্ব করেন জেলা বিএনপির সহ-সভাপতি সোহেল পারভেজ ও সঞ্চালকের দায়িত্ব পালন করেন সাধারন সম্পাদক জহুরুল আলম।
সভায় অন্যান্যদের মধ্যে জেলা বিএনপির সহ-সভাপতি অধ্যক্ষ মনোয়ার হোসেন, মুক্তার হোসেন, সাংগঠনিক সম্পাদক শেফাউল জাহাঙ্গীর সেপু, পৌর বিএনপির সাধারণ সম্পাদক এ্যাড. আল মাসুদ চৌধুরী, জলঢাকা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মইনুল ইসলাম, ডিমলা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বদিউজ্জামান রানা, ডোমার পৌর বিএনপির সভাপতি আনিছুর রহমান আনু বক্তৃতা দেন।
সভায় বক্তারা বলেন,“বিএনপি জনগণের মুক্তি, দেশের গণতন্ত্র পুনরুদ্ধার এবং মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য দৃঢ় সংকল্পবদ্ধ। ফ্যাসিস্ট আওয়ামী সরকারের আমলে শত বাধা-বিপত্তি সত্ত্বেও বিএনপি কখনোই আন্দোলন সংগ্রাম থেকে পিছপা হয় নি। এখন ফ্যাসিস্টের বিদায় হয়েছে । তাই আমাদের আরও একত্রিত হয়ে কাজ করে আগামী নির্বাচনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে দেশের নেতৃত্বে নিয়ে আসতে হবে। তাই সকল নেতাকর্মীকে ঐক্যবদ্ধভাবে কাজ করার মাধ্যমে দলের শক্তি বৃদ্ধি ও কার্যক্রমকে আরও সুসংহত করার আহ্বান জানানো হয় সভায়।”
যৌথ সভায় জেলা বিএনপির যুগ্ম-সাধারন সম্পাদক গোলাম মোস্তফা রঞ্জু, দপ্তর সম্পাদক আক্তারুজ্জামান আক্তার, ডিমলা উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক গোলাম রাব্বানী প্রধান, ডোমার পৌর বিএনপির সাধারন সম্পাদক মোজাফফর আলী, নীলফামারী পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক লুৎফুল আলম চৌধুরী শুভ, জেলা মহিলা দলের সভাপতি তাসনিম ফৌজিয়া ওপেল, জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মোর্শেদ আযম, জেলা শ্রমিক দলের সভাপতি নুর আলম, জেলা ছাত্রদলের সভাপতি মারুফ পারভেজ প্রিন্স, সহ-সভাপতি আতিকুর রহমান নিশান, সদর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মোখলেছুর রহমান কাজল সহ জেলা বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
spot_img
এ বিভাগের আরও খবর
- Advertisment -spot_img

সর্বাধিক পঠিত খবর