Monday, March 17, 2025
Homeনীলফামারীনীলফামারীর এসপি একদিনের মধ্যে প্রত্যাহার

নীলফামারীর এসপি একদিনের মধ্যে প্রত্যাহার

- Advertisement -

spot_imgspot_imgspot_imgspot_img

মো. নাঈম শাহ্, নীলফামারী প্রতিনিধি:
নীলফামারী জেলা পুলিশ সুপার মোহাম্মদ মোর্শেদ আলমকে একদিনের মধ্যে ঢাকায় ‘রিপোর্ট’ করতে বলেছে পুলিশ সদর দপ্তর। পুলিশের কর্মকর্তারা বলছেন, এরকম নির্দেশের অর্থ হচ্ছে তাদের দায়িত্বস্থল থেকে প্রত্যাহার করে নিয়ে আসা।
সোমবার (১৭ ফেব্রুয়ারি) এক চিঠিতে এ নির্দেশনা দেওয়া হয়; যাতে সই করেছেন পুলিশ সদর দপ্তরের ডিআইজি (প্রশাসন) কাজী মো. ফজলুল করীম। তাদের আগামীকালই (মঙ্গলবার) রিপোর্ট করতে হবে।

‘পুলিশ হেডকোয়ার্টার্সে রিপোর্টের নির্দেশ’ শীর্ষক ওই চিঠিতে বলা হয়, ‘পরবর্তী জ্যেষ্ঠ কর্মকর্তার নিকট দায়িত্বভার হস্তান্তর করে আপনি ১৮ ফেব্রুয়ারি পুলিশ হেডকোয়র্টার্স, ঢাকায় রিপোর্ট করবেন। যথাযথ কর্তৃপক্ষের নির্দেশক্রমে এই স্মারক জারি করা হল।

নির্ভরযোগ্য সূত্র বলছে, পুলিশ সুপার মোহাম্মদ মোর্শেদ আলম জুলাই অভ্যুত্থানের পর নীলফামারী জেলায় ২০ সেপ্টেম্বর/২০২৪ যোগদান করেছিলেন। গত চার মাসে বিভিন্ন সেক্টর হতে তার বিরুদ্ধে অভিযোগ উঠে। পুলিশের প্রধান কার্যালয়ে গুরুতর অভিযোগ হিসাবে বিবেচিত করা হয়।

পুলিশ কর্মকর্তারা নাম প্রকাশ না করে জানান, ‘গুরুতর অভিযোগের ক্ষেত্রে এভাবে এসপিদের ডেকে আনা হয়। এটা একরকম তাদের প্রত্যাহার করে নিয়ে আসা, যেহেতু পরবর্তী কর্মকর্তার কাছে দায়িত্বভার হস্তান্তর করতে বলা হয়েছে।’

Facebook Comments Box
spot_img
এ বিভাগের আরও খবর
- Advertisment -spot_img

সর্বাধিক পঠিত খবর