Friday, March 14, 2025
Homeনীলফামারীনীলফামারীতে ৩লক্ষ ৭হাজার শিশুকে খাওয়ানো হবে ভিটামিন ‘এ’ ক্যাপসুল

নীলফামারীতে ৩লক্ষ ৭হাজার শিশুকে খাওয়ানো হবে ভিটামিন ‘এ’ ক্যাপসুল

- Advertisement -

spot_imgspot_imgspot_imgspot_img

মো. নাঈম শাহ্, নীলফামারী প্রতিনিধি:
নীলফামারীতে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৫ উপলক্ষে সাংবাদিকদের ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৩ মার্চ) সকালে জেলা ইপিআই ভবনের সম্মেলন কক্ষে কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালায় জানানো হয় আগামী ১৫ মার্চ দিনব্যাপী ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন চলবে।
কর্মশালায় সিভিল সার্জন ডা. মো. আব্দুর রাজ্জাক জানান, নীলফামারী জেলায় ৩লক্ষ ৭হাজার ২৬২জন শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে। এরমধ্যে ৬ উপজেলা ২ পৌরসভায় ৬মাস থেকে ১১মাস বয়সী ৩১হাজার ৪০৯জন এবং ১২মাস থেকে ৫৯মাস বয়সী ২লাখ ৭৫হাজার ৮৫৩জন শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে। ৬-১১ মাস বয়সী শিশুকে ১টি নীল রঙের ভিটামিন এ ক্যাপসুল ও ১২-৫৯ মাস বয়সী শিশুকে ১টি করে লাল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে।
তিনি আরও জানান, জেলার ৬১টি ইউনিয়নে ও ৪ পৌরসভায় ১ হাজার ৫৯০ টি কেন্দ্রে কাজ করবেন ৩ হাজার ১৮০ জন সেচ্ছাসেবক ও প্রথম সারির সুপারভাইজার ১৯১ জন ভিটামিন এ ক্যাপসুল শিশুদের খাওয়াবেন। এছাড়াও সিভিল সার্জনের পক্ষ থেকে মনিটরিং টিম সমস্ত কেন্দ্র পর্যবেক্ষন করবে।
ওরিয়েন্টেশন কর্মশালায় সার্ভিলেন্স এন্ড ইমুনিজেশন মেডিকেল অফিসার ডা. মো. মিজানুর রহমান, সিভিল সার্জন দপ্তরের মেডিকেল অফিসার আতিউর রহমান শেখ, সিনিয়র স্বাস্থ্য শিক্ষা অফিসার আব্দুল কাদের সহ জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেক্টনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
spot_img
এ বিভাগের আরও খবর
- Advertisment -spot_img

সর্বাধিক পঠিত খবর