Saturday, March 15, 2025
Homeনীলফামারীনীলফামারীতে স্বল্পমূল্যে টিসিবির পণ্য কিনতে পারবে সকল শ্রেণী পেশার মানুষ

নীলফামারীতে স্বল্পমূল্যে টিসিবির পণ্য কিনতে পারবে সকল শ্রেণী পেশার মানুষ

- Advertisement -

spot_imgspot_imgspot_imgspot_img

মো. নাঈম শাহ্, নীলফামারী প্রতিনিধিঃ

পবিত্র মাহে রমজান উপলক্ষে নীলফামারীতে, ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি) এর উদ্যোগে ভ্রাম্যমান ট্রাকে স্বল্প মূল্যে পণ্য বিক্রি শুরু হয়েছে। বুধবার (৫ মার্চ) সকালে ডিসির মোড় নামক স্থানে পণ্য বিক্রি কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান।

এসময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জ্যোতি বিকাশ চন্দ্র, জেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক সৈয়দ মেহেদী হাসান আশিক, যুগ্ম-আহ্বায়ক সাইয়েদুজ্জামান বাবু, ছাত্র প্রতিনিধি ইসমাইল হোসেন সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

পবিত্র মাহে রমজান উপলক্ষে টিসিবির ৪৫০টাকার প্যাকেজে ভোজ্য তেল ২ লিটার (প্রতি লিটার ১০০ টাকা), মশুরের ডাল ২ কেজি (প্রতি কেজি ৬০ টাকা), চিনি ১ কেজি (প্রতি কেজি ৭০ টাকা) এবং ছোলা ২ কেজি (প্রতি কেজি ৬০ টাকায়) বিক্রি করা হচ্ছে।

অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) জ্যোতি বিকাশ চন্দ্র জানান, “শহরের ৫টি পয়েন্টে ২৫ রমজান পর্যন্ত টিসিবির পন্য বিক্রয় করা হবে। প্রতিটি পয়েন্টে টিসিবির কার্ড ছাড়াই ৪০০জন মানুষ তেল, ডাল, চিনি ও ছোলা ৪৫০টাকার প্যাকেজে সংগ্রহ করতে পারবেন। পন্যের মূল্য সহনীয় পর্যায়ে রাখতে নির্ধারিত স্থানের ট্রাক থেকে সবাই পণ্য কিনতে পারবে।

Facebook Comments Box
spot_img
এ বিভাগের আরও খবর
- Advertisment -spot_img

সর্বাধিক পঠিত খবর