Wednesday, March 26, 2025
Homeনীলফামারীনীলফামারীতে যুবদলের দোয়া ও ইফতার মাহফিল

নীলফামারীতে যুবদলের দোয়া ও ইফতার মাহফিল

- Advertisement -

spot_imgspot_imgspot_imgspot_img

মো. নাঈম শাহ্ ,নীলফামারী প্রতিনিধি:
বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দীর্ঘায়ু কামনায় নীলফামারীর ইটাখোলা ইউনিয়ন যুবদলের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৫ মার্চ) ইটাখোলা ইউনিয়ন পরিষদ মাঠে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা দেন জেলা যুবদলের সভাপতি এ.এইচ.এম সাইফুল্লাহ রুবেল।

বিশেষ অতিথি হিসেবে জেলা বিএনপির সহ-সভাপতি মোস্তফা হক প্রধান বাচ্চু, সাংগঠনিক সম্পাদক আনিছুর রহমান কোকো, জেলা যুবদলের সাধারণ সম্পাদক শাহাদাত চৌধুরী, সাংগঠনিক সম্পাদক মো. জাহাঙ্গীর আলম নান্টু, সদর উপজেলা যুবদলের আহ্বায়ক শামীম শাহ আলম তমু, সদস্য সচিব রাশেদ রেজ উদ দৌলা বক্তৃতা দেন।

এসময় বক্তারা বলেন,তারেক রহমান বাংলাদেশের ভবিষ্যৎ নেতৃত্বের প্রতীক এবং তার নেতৃত্বে দেশ গণতন্ত্র ও উন্নয়নের পথে এগিয়ে যাবে। যুবদল দেশ ও দলের স্বার্থে যে কোনো ত্যাগ স্বীকার করতে প্রস্তুত।
দোয়া মাহফিলে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনা এবং দেশ ও জাতির মঙ্গল কামনায় বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। এসময় জেলা কৃষকদলের আহ্বায়ক মগনী মাসুদুল আলম দুলাল, পৌর যুবদলের আহ্বায়ক হাসানুজ্জামান তৌহিদ,সদর উপজেলা যুবদলের যুগ্ম-আহ্বায়ক আবু বক্কর সিদ্দিক মিন্টু সহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
spot_img
এ বিভাগের আরও খবর
- Advertisment -spot_img

সর্বাধিক পঠিত খবর