Friday, March 14, 2025
Homeনীলফামারীনীলফামারীতে বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক নারী দিবস উদ্‌যাপন

নীলফামারীতে বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক নারী দিবস উদ্‌যাপন

- Advertisement -

spot_imgspot_imgspot_imgspot_img

মো. নাঈম শাহ্, নীলফামারী প্রতিনিধিঃ
নীলফামারীতে বর্ণাঢ্য আয়োজনে পালিত হয়েছে আন্তর্জাতিক নারী দিবস। এ উপলক্ষ্যে শনিবার (৮ মার্চ) সকাল সাড়ে নয়টার দিকে ‘নতুন বাংলাদেশ: চাই নারীর সমধিকার ও মর্যাদা’ এই শ্লোগানে বালিকাদের অংশগ্রহণে একটি বর্ণাঢ্য বাইসাইকেল শোভাযাত্রা শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে শোভাযাত্রার উদ্বোধন করেন প্রধান অতিথি জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান। জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক দপ্তরের সহযোগিতায় ওই শোভাযাত্রার আয়োজন করে উদয়াঙ্কুর সেবা সংস্থা (ইউএসএস)।

পরে জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে অনুষ্ঠিত আলোচনা সভায় জেলা মহিলা বিষয়ক দপ্তরের উপ-পরিচালক মো. আনিছুর রহমানের সভাপতিত্বে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. সাইদুল ইসলাম, জাতীয় মহিলা পরিষদের সভাপতি দৌলত জাহান ছবি, জেলা জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি তাসমিন ফৌজিয়া ওপেল, ইউএসএস এর নির্বাহী পরিচালক ভুবন চন্দ্র রায়, ব্র্যাকের জেলা সমন্বয়ক মো. আকতারুল ইসলাম, টিআইবি সনাকের সদস্য ফওজিয়া ইসলাম জলি বিশেষ অতিথি থেকে বক্তব্য রাখেন।

আলোচনা সভায় বক্তারা, নারী-পুরুষের ভেদাভেদ ভুলে গিয়ে মানবতা সৃষ্টিতে প্রত্যেককে কাঁধে কাঁধ মিলে কাজ করার আহ্বান জানান। সভা শেষে সেখানে জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে ১০টি সেলাই মেশিন বিতরণ করা হয় ১০জন দুস্থ নারীর মাঝে। কর্মসূচিতে মহিলা বিষয়ক দপ্তর, টিআইবি, ব্র্যাক, গুড নেইবার, ওয়ার্ল্ড ভিশনসহ বিভিন্ন সরকারি ও বেসরকারি দপ্তর অংশগ্রহণ করে।

Facebook Comments Box
spot_img
এ বিভাগের আরও খবর
- Advertisment -spot_img

সর্বাধিক পঠিত খবর