Tuesday, March 18, 2025
Homeনীলফামারীনীলফামারীতে প্রায় অর্ধ কোটি টাকা মূল্যের হেরোইন উদ্ধার

নীলফামারীতে প্রায় অর্ধ কোটি টাকা মূল্যের হেরোইন উদ্ধার

- Advertisement -

spot_imgspot_imgspot_imgspot_img

মো. নাঈম শাহ্ , নীলফামারী প্রতিনিধি:
নীলফামারীতে যাত্রীবাহী একটি বাসে অভিযান চালিয়ে ২ কেজি ১৭০ গ্রাম হেরোইন উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) নীলফামারী ৫৬ ব্যাটালিয়ন। উদ্ধারকৃত মাদকের আনুমানিক বাজারমূল্য ৪৩ লাখ ৪০ হাজার টাকা।

রবিবার (১৬ ফেব্রুয়ারি) রাতে নীলফামারী-সৈয়দপুর সড়কের টেক্সটাইল এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। নীলফামারী ব্যাটালিয়নের সহকারী পরিচালক জসিম উদ্দিনের নেতৃত্বে অভিযান চালিয়ে ডোমার থেকে সৈয়দপুরগামী সারোয়ার এন্টারপ্রাইজ (বগুড়া জ-১১-০০৬১) নামের একটি বাস থেকে হেরোইন উদ্ধার করা হয়।

রাতে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে বিজিবি বিষয়টি নিশ্চিত করে। নীলফামারী ব্যাটালিয়নের সহকারী পরিচালক জসিম উদ্দিন জানান, ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল শেখ মোহাম্মদ বদরুদ্দোজা এএসসি-এর পরিকল্পনা ও নির্দেশনায় এই অভিযান পরিচালিত হয়।

Facebook Comments Box
spot_img
এ বিভাগের আরও খবর
- Advertisment -spot_img

সর্বাধিক পঠিত খবর