Wednesday, March 26, 2025
Homeনীলফামারীনীলফামারীতে পাটচাষীদের প্রশিক্ষণ কর্মশালা

নীলফামারীতে পাটচাষীদের প্রশিক্ষণ কর্মশালা

- Advertisement -

spot_imgspot_imgspot_imgspot_img

মো. নাঈম শাহ্, নীলফামারী প্রতিনিধিঃ
নীলফামারীতে উন্নত প্রযুক্তিনির্ভর পাট ও পাটবীজ উৎপাদন এবং সম্প্রসারণ শীর্ষক প্রকল্পের আওতায় পাটচাষীদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৪ মার্চ) সকালে সদর উপজেলা কৃষি অফিসের হলরুমে প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাইফুল ইসলাম। এতে ভার্চুয়ালী বক্তব্য রাখেন বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের মনিটরিং কর্মকর্তা (উপ সচিব) সাব্বীর আহমদ।

কর্মশালায় প্রশিক্ষণ প্রদান করেন পাট অধিদপ্তর রংপুর অঞ্চলের সহকারী পরিচালক মো. সোলায়মান আলী, সদর উপজেলা কৃষি কর্মকর্তা আতিক আহমেদ, পাট উন্নয়ন কর্মকর্তা এ.টি.এম তৈবুর রহমান। স্বাগত বক্তব্য দেন উপ-সহকারী পাট উন্নয়ন কর্মকর্তা নুররেজা সুলতানা।

কর্মশালায় বক্তারা বলেন, “সরকার পাট চাষে কৃষকদের উৎসাহিত করতে নানা উদ্যোগ গ্রহণ করেছে। উন্নতমানের বীজ ও আধুনিক প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে পাট চাষে উৎপাদন বৃদ্ধি সম্ভব। কৃষকদের প্রশিক্ষণের মাধ্যমে এসব আধুনিক কৌশল সম্পর্কে সচেতন করা হচ্ছে, যাতে তারা পাট চাষে অধিক লাভবান হতে পারেন।”

প্রশিক্ষণে কৃষকদের উচ্চ ফলনশীল পাটবীজ ব্যবহারের গুরুত্ব, উন্নত চাষাবাদ পদ্ধতি, সার ও পানি ব্যবস্থাপনা, রোগবালাই দমন এবং পরিবেশবান্ধব পদ্ধতিতে পাট প্রক্রিয়াকরণের বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। কর্মশালায় সদর উপজেলার বিভিন্ন ইউনিয়নের পাটচাষীরা অংশ নেন এবং প্রশিক্ষণ শেষে তাদের মধ্যে পাটের তৈরি ব্যাগ ও উন্নতমানের পাটবীজ প্রদান করা হয়।

Facebook Comments Box
spot_img
এ বিভাগের আরও খবর
- Advertisment -spot_img

সর্বাধিক পঠিত খবর