Saturday, March 15, 2025
Homeনীলফামারীনীলফামারীতে দুই কোটি টাকার মাদক ধ্বংস করলো বিজিবি

নীলফামারীতে দুই কোটি টাকার মাদক ধ্বংস করলো বিজিবি

- Advertisement -

spot_imgspot_imgspot_imgspot_img
মো. নাঈম শাহ্ নীলফামারী প্রতিনিধি:
নীলফামারী ও পঞ্চগড় ব্যাটালিয়নের অভিযানে বিভিন্ন সময়ে উদ্ধার হওয়া ২ কোটি ১লাখ ১১হাজার ৮৫০টাকার মাদক ধ্বংস করেছে বিজিবি।  বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) দুপুরে নীলফামারী ব্যাটালিয়ন (৫৬ বিজিবি) প্রশিক্ষণ মাঠে নীলফামারী ব্যাটালিয়ন (৫৬ বিজিবি) ও পঞ্চগড় ব্যাটালিয়নের (১৮ বিজিবি) অভিযানে উদ্ধার হওয়া  এসব মাদক দ্রব্য ধ্বংস করা হয়।
ধ্বংস হওয়া মাদকের মধ্যে রয়েছে ৪৯৯০ বোতল ফেন্সিলিল, ৪১৯৮ বোতল মদ, ২৭০ ক্যান বিয়ার, ১ কেজি ১১২গ্রাম হেরোইন, ১ কেজি ০৬১গ্রাম কোকেন, ১৩০ কেজি ৪৩২গ্রাম গাঁজা, ৭৪১পিস নেশা জাতীয় ইনজেকশন, ১৪৮পিস নেশাজাতীয় ট্যাবলেট, ৩৮৭০পিস ইয়াবা ট্যাবলেট, ৭১১২পিস নিষিদ্ধ ট্যাবলেট, ১পিস নিষিদ্ধ ঔষদ ও ৯ প্যাকেট বিড়ি।
ধ্বংস করন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিজিবি রিজিয়ন সদর দপ্তর রংপুরের রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল এসএম জাহিদুর রহমান এসজিপি।এতে স্বাগত বক্তব্য দেন বিজিবি সেক্টর সদর দপ্তর ঠাকুরগাঁওয়ের সেক্টর কমান্ডার কর্নেল গোলাম রব্বানী পিএসসি, জি।
এসময় নীলফামারীর চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলাম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আল মামুন, ভারপ্রাপ্ত পুলিশ সুপার মোহসিন সহ আরও অনেকে উপস্থিত ছিলেন।
নীলফামারী ব্যাটালিয়নের অধিনায়ক (৫৬ বিজিবি) লে. কর্নেল শেখ মোহাম্মদ বদরুদ্দোজা এএসসি জানান, পঞ্চগড় ব্যাটালিয়নের ২০২২সালের ১জুলাই হতে ২০২৫সালের ৩১জানুয়ারীর অভিযানেকালে এবং নীলফামারী ব্যাটালিয়নের ২০১৫সালের ১৫অক্টোবর হতে ২০২৫সালের ৩১জানুয়ারীর অভিযান কালে এসব মাদক উদ্ধার করা হয়।  অনুষ্ঠানে গাঁজা ভষ্মিভুত ও ফেন্সিডিল, মদ, কোকেন রোলার মেশিন দিয়ে ধ্বংস করা হয়।
Facebook Comments Box
spot_img
এ বিভাগের আরও খবর
- Advertisment -spot_img

সর্বাধিক পঠিত খবর