মো. নাঈম শাহ্, নীলফামারী প্রতিনিধিঃ
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে চার দফা দাবিতে সংবাদ সম্মেলন করেছে ডিপ্লোমা মেডিকেল অ্যাসোসিয়েশনের নীলফামারী শাখা। রবিবার (৩ মার্চ) দুপুরে নীলফামারী প্রেসক্লাবের হলরুমে সংবাদ সম্মেলনে নিজেদের দাবি তুলে ধরেন অ্যাসোসিয়েশনের নেতারা।
এতে বক্তব্য দেন ডিপ্লোমা মেডিকেল অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি ডা. সৈয়দ মো. মাসুদ হোসেন, বর্তমান সিনিয়র সহ-সভাপতি ডা. মো. আব্দুল মজিদ, সাধারণ সম্পাদক ডা. আব্দুস সোবহান, বাহাগিলী ইউনিয়নের উপ-সহকারী মেডিকেল অফিসার ডা. মো. আব্দুল গফুর সহ আরও অনেকে।
সংবাদ সম্মেলনে অনতিবিলম্বে শূন্য পদে নিয়োগ এবং নতুন পদ সৃজন করা, প্রতিষ্ঠান ও পদের নাম পরিবর্তন করে অসঙ্গতিপূর্ণ কোর্স কারিকুলাম সংশোধন করা, উচ্চশিক্ষার অধিকার প্রদান সহ চার দফা দাবির কথা বলা হয়। অতি শীঘ্রই দশম গ্রেডে শূন্য পদগুলোতে ডিপ্লোমা চিকিৎসকদের নিয়োগ ও কমিউনিটি ক্লিনিকের সেবার মান বৃদ্ধি করতে মেডিকেল ডিপ্লোমাধারী চিকিৎসকদের নিয়োগ প্রদান করার দাবি জানান বক্তারা।